Nita Ambani

দেখতে ‘সাধারণ’, দামে নয়! নীতা অম্বানীর ফুলছাপ কো-অর্ড সেটটির মূল্য কত হতে পারে?

সম্প্রতি দুবাই বিমানবন্দরে মুকেশ-নীতা এবং তাঁদের ছোট ছেলে আকাশকে দেখে অনেকেই বিষম খেয়েছেন। বিশেষ করে, নীতার পরনের পোশাক দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। কিন্তু কেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৪:১৬
নীতা অম্বানী।

নীতা অম্বানী। ছবি: সংগৃহীত।

অম্বানীদের সাজগোজ নিয়ে চর্চার শেষ নেই। তাঁরা সপরিবার এক ফ্রেমে দাঁড়ালে তাঁদের পোশাক আর গয়নার দ্যুতিতে চোখ ধাঁধিয়ে যায়। বাড়ির বিয়ে হোক কিংবা ঘরোয়া কোনও উৎসব, নীতা অম্বানী কী শাড়ি পরলেন, কতটা হিরে-জহরতে নিজেকে মুড়লেন, সেই আলোচনা ছাপিয়ে যায় বাকি সব কিছুকে। তবে এই চর্চা যে ভিত্তিহীন, তা একেবারেই নয়। নীতা একা নন, অম্বানী বাড়ির অন্য বৌ-মেয়েরাও সাজগোজের বিষয়ে পিছিয়ে নেই। ইশা, শ্লোকা, রাধিকা অম্বানীদের সাজও একই ভাবে শিরোনামে থাকে। মোট কথা, অম্বানী বাড়ির সকলকে রাজকীয় সাজে দেখতেই অভ্যস্ত গোটা দেশ। তবে সম্প্রতি দুবাই বিমানবন্দরে মুকেশ-নীতা এবং তাঁদের ছোট ছেলে আকাশকে দেখে অনেকেই বিষম খেয়েছেন। বিশেষ করে, নীতার পরনের পোশাক দেখে বিস্মিত হয়েছেন অনেকেই।

Advertisement

অম্বানী মানেই পরনে কয়েক কোটির পোশাক, গা-ভর্তি গয়না! চোখ আটকে যাওয়ার মতো বেশভূষা। এর কোনও বিকল্প ছবি তৈরি হতে দেয়নি অম্বানী পরিবার। তবে দু’দিন আগে যে ভাবে প্রকাশ্যে এলেন অম্বানী দম্পতি, সেটা নিয়েও শুরু হয়েছে নতুন চর্চা। যিনি মণিমুক্তো বসানো কোটি টাকার শাড়ি ছাড়া অন্য কিছু পরনে জড়ান না, অম্বানী বাড়ির সেই কর্ত্রী নাকি একেবারে সাদামাঠা ফুলছাপ কো-অর্ড সেট পরেই ক্যামেরার সামনে হাসিমুখে পোজ় দিলেন। পাশে দাঁড়িয়ে থাকা ধনকুবের মুকেশ সাধারণ গোলগলা টি-শার্ট আর ট্র্যাকপ্যান্টে সেজেই হাসি বিনিময় করছেন উপস্থিত সকলের সঙ্গে। আর তাঁদের অনতিদূরে দাঁড়িয়ে আছেন অম্বানীদের উত্তরসূরি আকাশ। তাঁর পরনে নীলরঙা ঢিলেঢালা শার্ট আর জিন্‌স। এমন বাহুল্যহীন বেশে তাঁদের সচরাচর দেখা যায় না। তাই অনেকেই অবাক হয়েছেন অম্বানীদের এই ‘সাধারণ’ সাজ দেখে।

তবে সাদামাঠা নকশার পোশাকেও আলাদা করে নজর কেড়েছেন নীতা। সাদা জমির উপর সর্ষেরঙা ফুলের নকশা করা কো-অর্ড সেটে নীতাকে বেশ আলাদা দেখাচ্ছে। ঠাসা কাজের ভারী লেহঙ্গা, শাড়ির বাইরেও নীতা যে এই ধরনের পোশাকেও সমান স্বচ্ছন্দ, সেটা বোঝা যায়। তবে আপাতদৃষ্টিতে নীতার সাজ সাদামাঠা মনে হলেও, তার দাম কিন্তু খুব একটা সাদামাঠা নয়। অনলাইনে খুঁজলেই নীতার পোশাকের দাম জানা যাবে। গুগলবাবাজি বলছে, নীতার সাদা রঙের সিল্কের শার্টটির দাম প্রায় ৪৫ হাজার টাকা। আর একই রকম নকশার সিল্কের যে ট্রাউজ়ার্স নীতা পরেছিলেন, তার দাম ৫২ হাজার টাকার মতো। দু’টি সেট মিলিয়ে গোটা পোশাকের দাম প্রায় লাখখানেক টাকার কাছাকাছি।

Advertisement
আরও পড়ুন