বিবি না সিসি ক্রিম, কোনটি কিনবেন? কোন কাজে লাগে এই ক্রিম? ছবি:ফ্রিপিক।
অনলাইনে কিনুন বা দোকানে গিয়ে, প্রসাধনীর জগতে দু’দিন অন্তরই নতুন নতুন পণ্য দেখা যাচ্ছে। তার সব কিছু নিয়ে যে সকলের সঠিক, স্পষ্ট ধারণা রয়েছে, তা-ও নয়।
এই যেমন বিবি ক্রিম। রূপচর্চা শিল্পীরা বলেন, গরমের দিনে বা দৈনন্দিন যাঁরা হালকা মেকআপ করতে চান তাঁদের জন্য বিবি ক্রিম ভাল। কিন্তু দোকানে গিয়ে দেখলেন, বিবি ক্রিমের পাশেই সাজানো রয়েছে সিসি ক্রিমও। ফলে, প্রশ্ন জাগতেই পারে সিসি ক্রিম আবার কোন কাজে লাগে।
বিবি এবং সিসি ক্রিম
‘বিউটি বাম’ বা ‘ব্লেমিশ বাম’-কে সংক্ষেপে বলা হয় 'বিবি'। ময়েশ্চারাইজ়ার, প্রাইমার, ফাউন্ডেশন, সানস্ক্রিন—এই সব কিছুরই মেলবন্ধন থাকে বিবি ক্রিমে। ত্বককে আর্দ্রতা জোগাতেও সাহায্য করে বিবি ক্রিম।
অন্য দিকে, সিসি ক্রিম তৈরি হয়েছে ‘কালার কারেকশন’-এর জন্য। সিসি অর্থাৎ ‘কালার কারেকশন’ বা ‘কমপ্লেক্স কারেক্টিং’ ক্রিম। মুখের ত্বকে অনেকেরই রঙের তফাত হয়। কোনও অংশ কালচে হয়, কোনও অংশ লাল। এই ফারাক ঢেকে ত্বকে সুন্দর পরত দেয় সিসি ক্রিম।
দুই ক্রিমের পার্থক্য কী কী?
বিবি ক্রিম ত্বককে আর্দ্রতার পরশ জোগায়। হালকা ফাউন্ডেশনের কাজ করে। সিসি ক্রিমের কাজই হল ত্বকের অসম বর্ণকে ঢেকে নতুন রূপ দেওয়া।
বিবি ক্রিম শুষ্ক থেকে সাধারণ ত্বকের জন্য ভাল। সিসি ক্রিম যে কোনও ত্বকেই ব্যবহার করা যায়। তবে সাধারণ এবং তৈলাক্ত ত্বকের জন্য এটি বেশি ভাল।
বিবি ক্রিম ত্বকে হালকা থেকে মাঝারি ধরনের প্রলেপ বা কভারেজ দেয়। তবে সিসি ক্রিমের কভারেজ হয় অনেক বেশি। এটি তুলনামূলক ভাবে বিবির চেয়ে পুরু পরত ফেলে মুখে।
তা হলে বেছে নেবেন কোনটি?
বিবি ক্রিম ত্বককে মেকআপের পরত দেওয়ার পাশাপাশি আর্দ্রতা জোগায়। একই সঙ্গে কোনও কোনও বিবি ক্রিম সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মির হাত থেকে সুরক্ষাবর্মও দেয়। এতে এসপিএফের সুরক্ষা থাকে। ফলে দৈনন্দিন যাঁরা হালকা মেকআপ করেন, মুখে বিশেষ দাগ-ছোপ নেই, দিনের বেলা বিব ক্রিম মাখতে পারেন।