Hair Care Tips

খুশকির জ্বালায় অস্থির? অনুষ্কার মতো বিশেষ একটি তেল মাথায় মাখলেই সমস্যা দূর হবে

গাঢ় রঙের পোশাক পরে যদি মাথার চুল থেকে খুশকি ঝরে পরে আপনার পোশাকের উপর, তবে সকলের সামনে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয় বইকি। তাই শীত আসার আগেই খুশকির সমস্যার সমাধান করে ফেলুন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৪:১২
Using this special oil for dandruff is an effective way to get quick results

অনুষ্কার মতো ঝলমলে চুল পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন বিশেষ একটি তেল। ছবি: সংগৃহীত।

সারা বছর খুশকির সমস্যায় জেরবার থাকেন অনেকেই। শীতকালে খুশকি নিয়ে অস্বস্তি যেন আরও বেড়ে যায়। খুশকি তাড়াতে অনেকেই বাজারচলতি বেশ কিছু শ্যাম্পু ব্যবহার করেন। তাতে সাময়িক সমাধান হলেও খুশকির সমস্যা কিছুতেই দূর হতে যায় না। গাঢ় রঙের পোশাক পরে যদি মাথার চুল থেকে খুশকি ঝরে পরে আপনার পোশাকের উপর, তবে সকলের সামনে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয় বইকি। তাই শীত আসার আগেই খুশকির সমস্যার সমাধান করে ফেলুন। অনুষ্কা শর্মা বিশেষ এক রকম তেল মাখেন মাথায়, যা খুশকির সমস্যা থেকে রেহাই তো দেবেই, পাশাপাশি মাথার তালুতে চুলকানির সমস্যাও দূর করবে।

Advertisement

নারকেল তেলের পাশাপাশি তিলের তেলও মাথায় মাখেন অনুষ্কা। তিলের তেল মাথার তালুতে র‌্যাশ, চুলকানি বা যে কোনও সমস্যা দূর করতে পারে। এতে রয়েছে ভিটামিন বি, ই, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, যা চুলের গোড়া মজবুত করে। তিলের তেলে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট যা অকালে চুল পাকার সমস্যাও দূর করে। তিলের তেলের সঙ্গে আরও কিছু উপাদান মিশিয়ে নিয়ে নিজেই বানান এমন একটি তেল যা খুশকির সমস্যা চিরতরে নির্মূল করবে।

কী ভাবে বানাবেন?

উপকরণ

এক কাপ নারকেল তেল, এক কাপ তিলের তেল, তাজা নিম পাতা কয়েকটি, আমলকি ছোট ছোট টুকরো করে নেওয়া, এক চা চামচ মেথি, আধ কাপ গোলাপের পাপড়ি।

প্রণালী

একটি প্যানে সমস্ত উপকরণ মিশিয়ে অল্প আঁচে গ্যাসে বসিয়ে ফুটতে দিন। ধীরে ধীরে মিশ্রণটি নাড়াতে হবে, যাতে পাত্রের নীচে লেগে না যায়। গ্যাসের আঁচ একদম কমে রাখতে হবে। ভাল করে ফুটে গেলে যখন মিশ্রণটিতে খয়েরি রং ধরবে তখন গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা হতে দিন। তার পর একটি বায়ুনিরুদ্ধ পাত্রে তেলটি ঢেলে রাখুন। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই খুশকির সমস্যা দূর হবে।

আরও পড়ুন
Advertisement