Cannes 2024

‘শেষমেশ দীপিকাকে নকল করতে হল’! কান চলচ্চিত্র উৎসবে উর্বশীর সাজ দেখে সমালোচনা তুঙ্গে

কান চলচ্চিত্র উৎসবে গোলাপি রঙের পোশাকে উর্বশীকে দেখতে লাগছিল ঠিক মতো ডল পুতুলের মতো। তবে অভিনেত্রীর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হইচই। হুবহু অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নাকি নকল করেছেন উর্বশী! অভিনেত্রীর সাজ নিয়ে চর্চার শেষ নেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ২০:১৬
উর্বশী না কি দীপিকা, কার সাজ বেশি নজর কাড়ল?

উর্বশী না কি দীপিকা, কার সাজ বেশি নজর কাড়ল? ছবি: সংগৃহীত।

প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে নায়িকাদের সাজ দেখার জন্য মুখিয়ে থাকেন ফ্যাশনিস্তারা। নায়িকারা কান উৎসবে কী পোশাক পরছেন, কেমন সাজছেন— সে দিকেই তাকিয়ে থাকে ফ্যাশন দুনিয়া। এ বছরের কান চলচ্চিত্র উৎসব নিয়ে চারদিকে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই বলিউডের নায়িকারা একে একে পৌঁছতে শুরু করেছেন সেখানে। এ বছর কান চলচ্চিত্র উৎসবে নজরকারা সাজে ক্যামেরাবন্দি হলেন উর্বশী রাউতেলা। গোলাপি রঙের পোশাকে অভিনেত্রীকে দেখতে লাগছিল ঠিক মতো ডল পুতুলের মতো। তবে অভিনেত্রীর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হইচই। হুবহু অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নাকি নকল করেছেন উর্বশী! অভিনেত্রীর সাজ নিয়ে চর্চার শেষ নেই।

Advertisement

আসলে ২০১৮ সালে দীপিকাকে খানিকটা একই ধাঁচের পোশাকে দেখা গিয়েছিল। এমনকি, দীপিকার ড্রেসটিও ছিল গোলাপি রঙের। একেবারে ছকভাঙা সাজে ধরা দিয়েছিলেন দীপিকা। সেই সাজ নিয়ে চর্চাও হয়েছিল অনেক। কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে উর্বশী পরনেও একই রকম গোলাপি গাউন দেখে খানিকটা হতাশ হয়েছেন ফ্যাশনপ্রেমীরা। পোশাকশিল্পী খালেদ ও মারওয়ান উর্বশীর গাউনটির নকশা করেছেন। গাউনটির বিশেষত্বই হল কাঁধ ও হাতার সংযোগস্থলে বিরাট আকারের অনেকগুলি ফ্রিল, ঠিক যেমন দীপিকার পোশাকে ছিল। উর্বশীর চুলের বাঁধনেও ছিল দীপিকার ছোঁয়া। এমনকি, মেকআপও করেছেন দীপিকার মতোই।

দুই নায়িকার সাজ নিয়ে তাঁদের অনুরাগীদের মধ্যে জোর চর্চা চলছে। কেউ বলছে উর্বশীর সাজ ভাল, কেউ আবার দীপিকাকে অনুকরণ করেছেন বলে উর্বশীকে নিয়ে ঠাট্টা করছেন। তাঁদের দাবি, দীপিকার ধারকাছেও পৌঁছতে পারেননি উর্বশী।

Advertisement
আরও পড়ুন