Urfi Javed

Urfi Javed: নিন্দকরা বলেছিলেন পাথর ছোড়া উচিত, জবাবে পাথর দিয়ে তৈরি বিকিনি পরলেন উরফি

ইনস্টাগ্রামে সম্প্রতি তাঁকে পাথর ছোড়া উচিত বলে আক্রমণ করেন এক ব্যক্তি। এমন আক্রমণের জবাবে পাথর দিয়ে তৈরি বিকিনি পরতে দেখা গেল উরফিকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ১৪:১২
পাথরের জবাবে পাথর।

পাথরের জবাবে পাথর। ছবি: সংগৃহীত।

ফ্যাশনেও আছেন, বিতর্কেও আছেন। উরফি জাভেদ আর তাঁর বিচিত্র সব পোশাক নিয়ে চর্চা যেন থামতেই চায় না। কখনও সেফটি পিন দিয়ে তৈরি পোশাক, কখনও ফুলেল বিকিনি, মাঝেমধ্যেই সাহসী অবতারে ধরা দেন তিনি। এই সব পোশাকের জন্য অনেকের কটু মন্তব্যের শিকারও হতে হয় তাঁকে। তবে উরফি যে এই ধরনের কাজে ভয় পান না, তা বুঝিয়ে দিলেন নিজেই।

Advertisement

ইনস্টাগ্রামে সম্প্রতি তাঁকে পাথর ছোড়া উচিত বলে আক্রমণ করেন এক জন। জবাবে পাথর দিয়ে তৈরি বিকিনি পরতে দেখা গেল উরফিকে।

ভিডিয়োতে তাঁকে প্রথমে দেখা যাচ্ছে একটি গোলাপি জামায়। এর পর দেখা যায় কিছু ছোট ছোট পাথর ছুটে আসছে তাঁর দিকে। তার পরই চমক। এক লহমায় উরফি পরে ফেলছেন নীল, হলুদ, সবুজের মতো নানা রঙের পাথরের তৈরি একটি বিকিনি। সঙ্গে মানানসই কানের দুল।

পোস্টে উরফি লিখেছেন, তাঁর পোস্টে করা মন্তব্যই পোশাকটির অনুপ্রেরণা। তাই তাঁকে দোষ না দিয়ে সকলের ওই মন্তব্যটির দিকে নজর দেওয়া উচিত। প্রকাশের সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। ইতিমধ্যেই দেড় লক্ষ মানুষ পছন্দ করেছেন ভিডিয়োটি।

Advertisement
আরও পড়ুন