Lehenga Buying Tips

বিয়েতে বেনারসির বদলে লেহঙ্গা পরবেন? শখের পোশাকটি কেনার আগে ৫ বিষয় মাথায় না রাখলেই ঠকবেন

নামীদামি পোশাকশিল্পীর নকশা করা লেহঙ্গার দামও হয় আকাশছোঁয়া! সেই বাজেট সবার থাকে না। তাই সময় থাকতেই বরং ঠিক করে রাখুন, বিয়ের দিন লুক ঠিক কী রকম হবে। লেহঙ্গা কেনার আগে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা প্রয়োজন, রইল তার হদিস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১২:৩৫
বিয়ের লেহঙ্গা কিনুন বুঝেশুনে।

বিয়ের লেহঙ্গা কিনুন বুঝেশুনে। ছবি: সংগৃহীত।

আলিয়া ভট্ট, কিয়ারা আডবাণী, পরিণীতি চোপড়ার বিয়ের সাজ দেখে অনেক বাঙালি বধূই এখন বিয়েতে লেহঙ্গা পরার কথা ভাবেন। রিসেপশনের দিন তো বটেই কেউ কেউ বিয়ের দিনও পরছেন ডিজ়াইনার লেহঙ্গা। ইদানীং বিয়ের সাজের ব্যাপারে পোশাকশিল্পীদের পরামর্শ নেওয়ার চল বেড়েছে খুব। কনেকে দেখে তাঁরা বলে দেন, কী রং বা কোন ধরনের লেহঙ্গায় মানাবে তাঁকে। তাই কী পরবেন, সেই সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়লে যোগাযোগ করতেই পারেন কোনও তাঁদের সঙ্গে। তবে নামীদামি পোশাকশিল্পীর নকশা করা লেহঙ্গার দামও হয় আকাশছোঁয়া! সেই বাজেট সবার থাকে না। তাই সময় থাকতেই বরং ঠিক করে রাখুন, বিয়ের দিন লুক ঠিক কী রকম হবে। লেহঙ্গা কেনার আগে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা প্রয়োজন, রইল তার হদিস।

Advertisement

১) বিয়ের লেহঙ্গা কেনার আগে চাই একটু গবেষণা! বিভিন্ন জীবনধারা সংক্রান্ত ম্যাগাজ়িন আর নেটমাধ্যম ঘেঁটে বুঝতে হবে, এখন কোন ধরনের লেহঙ্গা ফ্যাশনে ‘ইন’। বাজারে গিয়ে নানা ধরনের লেহঙ্গা দেখে বিভ্রান্ত হয়ে যেতে পারেন। তাই আগে থেকেই মাথায় স্থির করে রাখুন কোন ধাঁচের লেহঙ্গা চাই আপনার।

২) বলিপাড়ার অভিনেত্রীদের বিয়ের সাজ দেখে অনেকেই অনুপ্রাণিত হন। তবে প্রিয় অভিনেত্রীর গায়ে যে লেহঙ্গাটি মানানসই তা সবার ক্ষেত্রে তা না-ও ভাল লাগতে পারে। পোশাক সুন্দর হতেই পারে, কিন্তু তাতে যে আপনি মোহময়ী হয়ে উঠবেন, সে রকম নয়৷ তাই অনলাইনে লেহঙ্গা পছন্দ না করে দোকনে গিয়ে নিজে পরে দেখুন সেটি নিজের উচ্চতা, চেহারার সঙ্গে যাচ্ছে কি না দেখে, তবেই কিনুন লেহঙ্গা।

৩) আলিয়া, পরিণীতি, কিয়ারা— সকলকেই প্যাস্টেল শেডের লেহঙ্গা পরতে দেখে ভেবে নিলেন, হালকা রঙের পোশাকই পরবেন। তবে ‘বলিউডের ট্রেন্ডে’ গা ভাসিয়ে নয়, নিজের উপর কোন রং বেশি মাানাচ্ছে, তা দেখেই বিয়ের লেহঙ্গা বাছাই করুন।

৪) লেহঙ্গা কেনার সময় স্বাচ্ছন্দ্যের বিষয়টি সবার আগে মাথায় রাখুন। দাম দিয়ে খুব ভারী কারুকাজের লেহঙ্গা কিনে ফেললেন, অথচ সেই পোশাক পরে বিয়েতে হাঁটতেই পারলেন না, এমনটা করার কোনও মানে নেই। তাই লেহঙ্গা কেনার আগে দেখে নিন, খুব যেন ভারী না হয়। একাধিক ক্যানক্যানের (লেহঙ্গার নীচে ব্যহহৃত নেট) ব্যবহার লেহঙ্গাকে ভারী করে দেয়। অযথা বেশি ক্যানক্যান ব্যবহার না করাই ভাল।

৪) ৮-১০ মাস আগেই বিয়ে ঠিক হওয়ার সঙ্গে সঙ্গেই ছুটলেন লেহঙ্গা কিনতে। ভাবলেন, সময় থাকতে থাকতে কিনে রাখি। লেহঙ্গা আগে থেকে কিনলেও ব্লাউজ়টি কিন্তু খুব বেশি দিন আগে থেকে বানিয়ে রাখবেন না। এই সময়টায় শারীরিক গঠনে পরিবর্তন আসতে পারে। তাই সতর্ক থাকুন।

৫) ইদানীং লেহঙ্গার সঙ্গে দু’টি ওড়নার ব্যবহারের চল বেড়েছে। একটি ওড়না লেহঙ্গার সঙ্গেই থাকে। তবে অন্য ওড়নাটি একটু নিজের মতো করে নকশা করে বানিয়ে ফেলতে পারেন। নিজেই লেস, বর্ডার, ওড়নার কাপড় কিনে নিলে কিন্তু খুব বেশি খরচ না করেই বলিউডের কনের সাজে সেজে উঠতে পারেন।

Advertisement
আরও পড়ুন