Eye Makeup

মেক আপ করার সময়ে চোখের যত্ন নিতে কী করবেন, কী করবেন না?

মেক আপ করতে গিয়ে চোখের ক্ষতি হচ্ছে না তো? কী করে নিজের যত্ন নেবেন?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৯:৪৯
চোখের মেক আপ নিয়ে সাবধান।

চোখের মেক আপ নিয়ে সাবধান। ছবি- সংগৃহীত

বাংলার অগ্রহায়ণ মাস পড়ল মানেই বিয়ের পর্ব শুরু। টানা মাস জুড়েই কোনও না কোনও দিন বিয়ের নিমন্ত্রণ রয়েছেই। বিয়ের কনে থেকে নিমন্ত্রিত সকলেরই মেক আপ করার প্রয়োজন। এ দিকে, ত্বকের এমন অবস্থা যে, মেক আপ করতেও ভয় লাগে। বিশেষ করে চোখের মেক আপ করতে গেলে মাথায় রাখতে হয় অনেক কিছুই। বিশেষজ্ঞদের মতে, মুখের তো বটেই, চোখের মেক আপের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত। প্রসাধনী নির্বাচনের সময়ে খুবই সাবধান হতে হবে।

Advertisement

চোখের সুরক্ষায় মেক আপের আগে কী কী মাথায় রাখবেন?

১) ত্বকের জন্য সুরক্ষিত কিনা দেখে নিন

প্রসাধনী সাধারণত দু’রকমের হয়। সাধারণ এবং স্পর্শকাতর ত্বকের জন্য। যাঁদের ত্বকে অ্যালার্জি হওয়ার আশঙ্কা বেশি, তাঁদের প্রসাধনী কেনার ক্ষেত্রে বিশেষ ভাবে সতর্ক হওয়া উচিত। এমন প্রসাধনী কিনুন যা চিকিৎসকরা পরীক্ষা করে নিয়েছেন। যে কোনও জিনিসই দেখতে ভাল লাগলেই কিনে ফেলার অভ্যাস যদি থাকে, তবে এ ক্ষেত্রে সাবধান হতে হবে।

২) অন্যের মেক আপ ব্যবহার করবেন না

এক জনের চোখে বোলানো মেক আপের তুলি, কোনও ভাবেই অন্য কারও কারও চোখে দেওয়া ঠিক নয়। অন্যের ব্যবহার করা প্রসাধনীর মধ্যে যদি কোনও ভাবে সংক্রমণ থাকে, সেই জিনিসটি অন্য কেউ ব্যবহার করলে সংক্রমণ ছড়িয়ে যায়।

৩) মেক আপ তোলাও জরুরি

মেক আপ করার পর ভাল করে তা তোলাও জরুরি। কারণ কাজল, আইলাইনার, মাস্কারার মতো প্রসাধনীগুলি চোখের ভিতরে ঢুকে যাওয়ার প্রবণতা থাকে। রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই তা তুলে নিতে হবে। সেগুলি তোলার সময়ে অ্যালকোহলমুক্ত রিমুভার ব্যবহার করা উচিত।

৪) চোখের ভিতর মেক আপ না করা

চোখের ভিতর কোনও রকম প্রসাধনী না দেওয়াই ভাল। সে ক্ষেত্রে চোখে জল আসা, চোখ লাল হয়ে যাওয়া, চোখে অস্বস্তি হওয়া অস্বাভাবিক নয়। সেখান থেকে চোখে সংক্রমণ হতেই পারে।

৫) চোখের ভিতর কাজল না দেওয়া

গভীরতা বোঝার জন্য অনেকেই চোখের ভিতরে কাজল পরেন। কিন্তু এই কাজল যদি ভাল মানের না হয়, সে ক্ষেত্রে চোখে সংক্রমণ হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

৬) মেয়াদ পার হয়ে যাওয়া প্রসাধনী নয়

অনেকেই দাম দিয়ে প্রসাধনী কিনে মেয়াদ শেষ হয়ে গেলেও ফেলতে চান না। কিন্তু মেয়াদ শেষ হলে সব কিছুই ফেলে দেওয়া উচিত। মেয়াদ পার হয়ে যাওয়া প্রসাধনীতে জীবাণু বাসা বাঁধে খুব সহজেই।

৭) কন্ট্যাক্ট লেন্সে যেন মেক আপ না লাগে

মেক আপ করার আগেই চোখে কন্ট্যাক্ট লেন্স পরে ফেলুন। মেক আপ করা হাতে লেন্স পরলে, তাতে প্রসাধনীর গুঁড়ো লেগে যেতে পারে। সেই লেন্স চোখে পরলে চোখের সমস্যা কিন্তু এড়াতে পারবেন না।

Advertisement
আরও পড়ুন