Eyelashes Growth Tips

চোখের পল্লব ঘন করতে মাস্কারার উপর ভরসা করতে হবে না! ঘরোয়া ৩ উপকরণেই মুশকিল আসান হবে

চোখের পল্লব ঘন, দীর্ঘ করতে ব্যবহার করা হয় মাস্কারা। পল্লবের উপর মাস্কারা বুলিয়ে নিলেই চোখের সৌন্দর্য বদলে যায়। কিন্তু এই ধরনের প্রসাধনী বেশির ভাগই রাসায়নিক নির্ভর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৭
Tips to grow thick and long eyelashes naturally

চোখের পল্লব ঘন করবেন কোন উপায়ে? ছবি: সংগৃহীত।

ঘন আঁখিপল্লব বদলে দেয় চোখের ভাষা। কিন্তু সকলেরই কি কাজল কালো চোখ, দীর্ঘ পল্লব থাকে? ছোটখাটো খুঁত ঢেকে কাউকে সুন্দর করে তোলার জন্য প্রয়োজন প্রসাধনীর। চোখের পল্লব ঘন, দীর্ঘ করতে ব্যবহার করা হয় মাস্কারা। পল্লবের উপর মাস্কারা বুলিয়ে নিলেই চোখের সৌন্দর্য বদলে যায়। কিন্তু এই ধরনের প্রসাধনী বেশির ভাগই রাসায়নিক নির্ভর। নিয়মিত ব্যবহার করলে তা থেকে চোখের ক্ষতি হতে পারে। তাই চোখের পল্লব ঘন করতে অনেকেই ঘরোয়া টোটকার উপর নির্ভর করেন। জেনে নিন কোন উপায়ে আঁখিপল্লব ঘন করা যায়।

Advertisement

ক্যাস্টর অয়েল:

নিয়মিত রূপরুটিনের অন্যতম একটি উপাদান হল ক্যাস্টর অয়েল। অনেকেই ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে ভরসা রাখেন এই উপাদানটির উপর। ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাস্টর অয়েল চোখের পাতা ঘন করতে সাহায্য করে। ঘুমোনোর আগে আঙুলের ডগায় অল্প ক্যাস্টর অয়েল নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। পর পর কয়েক দিন এটা করলে চোখের পাতা ঘন হয়ে উঠবে।

নারকেল, বাদাম এবং অলিভ অয়েলের মিশ্রণ:

প্রোটিন, খনিজ উপাদান সমৃদ্ধ এই তেল চোখের পাতা ঘন করতে অত্যন্ত কার্যকর। দিনের যে কোনও ফাঁকা সময়ে চোখের পাতায় আলতো করে এই তেলটি লাগিয়ে ৩-৪ ঘণ্টা রেখে দিন। মুখ ধোয়ার আগে পাতলা কোনও সুতির কাপড় দিয়ে চোখ মুছে নিন। নয় তো তেল চোখে চলে গেলে চোখ জ্বালা করতে পারে। সপ্তাহে ৩-৪ দিন এটি করতে পারেন। সুফল পাবেন।

ভিটামিন ই অয়েল:

চুল, ত্বক, নখ— ভিটামিন ই-র ব্যবহার বহুমুখী। চোখের পাতা ঘন করতেও সমান উপকারী ভিটামিন ই। তবে চোখে যাতে চলে না যায়, তার জন্য ব্যবহার করার আগে বাড়তি সাবধানতা মেনে চলা জরুরি। ভিটামিন ই হালকা হাতে চোখের পাতায় লাগিয়ে নিন। কিছু ক্ষণ রাখার পর সাবধানে মুছে নিন। মাস্কারা লাগানোর আগেও ভিটামিন ই ক্যাপসুল চোখের পাতায় ব্যবহার করে নিতে পারেন। চোখের পাতা বেশ বড় দে‌খাবে।

Advertisement
আরও পড়ুন