মধুর মাস্কে চুল হবে রেশমের মতো। ছবি: সংগৃহীত।
শীতের হাওয়ায় রুক্ষ চুল একেবারে ‘কাকের বাসা’য় পরিণত হয়েছে। সালোঁয় গিয়ে স্পা না করালে কিছুতেই তাকে আয়ত্তে আনা যাবে না। কিন্তু তার মেয়াদই বা ক’দিন? রাসায়নিক দেওয়া এই সব ট্রিটমেন্ট চুলে সাময়িক ভাবে চমক এনে দিলেও প্রভূত ক্ষতিও করে। তবে কেশসজ্জা শিল্পীরা বলছেন, রোজ সালোঁয় না গিয়ে বাড়িতেও চুলের যত্ন নেওয়া যায়। সকালে ঘুম থেকে উঠে ঈষদুষ্ণ জলে মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। সেই মধু দিয়েই শনের মতো চুল হবে একেবারে রেশমের মতো।
চুলের জেল্লা ফেরাতে মধুর সঙ্গে আর কী কী মিশিয়ে নেওয়া যায়?
১) অলিভ অয়েল, মধুর মাস্ক:
ছোট একটি পাত্রে সম পরিমাণে অলিভ অয়েল এবং মধু নিন। ভাল করে মিশিয়ে ভিজে চুলে মাথায় মাখুন এই মাস্ক। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। চুল অতিরিক্ত শুষ্ক হলে এই মাস্ক দারুণ কাজ করবে।
২) টক দই, মধুর মাস্ক:
আধ কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত মেখে রাখুন এই মিশ্রণ। মিনিট কুড়ি পর শ্যাম্পু করে নিন। ঘরোয়া উপায়ে স্পা করার দারুণ পন্থা এটি।
৩) ডিম, মধুর মাস্ক:
ছোট একটি পাত্রে গোটা একটি ডিম ভাল করে ফেটিয়ে নিন। তার সঙ্গে মেশান ১ টেবিল চামচ মধু। এই মিশ্রণ মাথায় মেখে রাখুন মিনিট আধ ঘণ্টা। তার পর শ্যাম্পু করে নিন।