Lip Care Tips

পুজোর আগে নায়িকাদের মতো গোলাপি ঠোঁট চাই? ৩ স্ক্রাবেই হবে কামাল

অভিনেত্রীদের নরম গোলাপি ঠোঁটের রহস্য কী? কী ভাবে ঠোঁটের যত্ন নেন তাঁরা? পুজোর আগে ঠোঁটের যত্ন নিতে নিয়ম করে স্ক্রাব ব্যবহার করতে হবে। জেনে নিন, ঠোঁটের যত্নে কোন স্ক্রাব বেশি কার্যকর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ২০:৫১
আলিয়ার গোলাপি ঠোঁটের রহস্য কী?

আলিয়ার গোলাপি ঠোঁটের রহস্য কী? ছবি: সংগৃহীত।

অনেকেই আছেন, যাঁদের ঠোঁট কেবল শীতকালেই নয়, সারা বছরই ফাঁটে। শত চেষ্টা করেও নায়িকাদের মতো কোমল নরম ঠোঁট কিছুতেই পাওয়া যায় না। অনেকের ঠোঁট অতিরিক্ত শুকিয়ে যায়। তাই চামড়া উঠে রুক্ষ হয়ে যায়। আবার অনেকের অভ্যাস থাকে বার বার ঠোঁট কামড়ে ফেলার। ভিটামিনের অভাব বা শরীরে ডিহাই়ড্রেশনের সমস্যা হলেও ঠোঁট শুকিয়ে যায়। আর ফাঁটা ঠোঁটে লিপস্টিক লাগালেই তা আরও বেশি করে চোখে পড়ে। তবে কি পুজোয় সাজগোজ করবেন না? অভিনেত্রীদের নরম গোলাপি ঠোঁটের রহস্য কী? কী ভাবে ঠোঁটের যত্ন নেন তাঁরা? পুজোর আগে ঠোঁটের যত্ন নিতে নিয়ম করে স্ক্রাব ব্যবহার করতে হবে। জেনে নিন ঠোঁটের যত্নে কোন স্ক্রাব বেশি কার্যকর।

Advertisement

১) ব্রাউন সুগার স্ক্রাব: ত্বকের মৃত কোষ দূর করার অন্যতম একটি উপাদান হল ব্রাউন সুগার। শুষ্ক ত্বক কোমল ও মসৃণ করতে ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন। এক চামচ ব্রাউন সুগার, দু’চামচ মধু ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। আঙুল দিয়ে এই মিশ্রণটি আলতো করে ঠোঁটে ঘষে নিন। কিছু ক্ষণ রেখে দিয়ে জলে ভেজানো নরম কাপড় দিয়ে ঠোঁটে বুলিয়ে নিন।

জোর আগে ঠোঁটের যত্ন নিতে নিয়ম করে স্ক্রাব ব্যবহার করতে হবে।

জোর আগে ঠোঁটের যত্ন নিতে নিয়ম করে স্ক্রাব ব্যবহার করতে হবে। ছবি: সংগৃহীত।

২) স্ট্রবেরি স্ক্রাব: স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি। ঠোঁটের রক্ষতা দূর করতে দারুণ কাজ করে এই ভিটামিন। গরমেও ঠোঁটের গোলাপি ভাব বজায় রাখতে ব্যবহার করতে পারেন স্ট্রবেরি। একটি পাত্রে এক চামচ অলিভ অয়েল, স্ট্রবেরির কুচি, মধু মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি ভাল করে ঠোঁটে বুলিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট থাকবে কোমল ও মসৃণ।

৩) কফি স্ক্রাব: ধোঁয়া ওঠা কফির চাইতে এই গরমে ক্রিম দেওয়া ঠান্ডা কফিতেই গলা ভেজাতে ভালবাসেন অনেকে। গলা ভেজানোর পাশাপাশি ঠোঁটের যত্নেও কাজে লাগাতে পারেন কফি। এক চামচ কফির গুঁড়ো ও দু’চামচ মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে মেখে নিন। চাইলে এই মিশ্রণটি বানিয়েও রেখে দিতে পারেন। সপ্তাহে তিন-চার দিন মাখতে পারেন। উপকার পাবেন।

আরও পড়ুন
Advertisement