ছবি: সংগৃহীত।
শীতের রোদে গায়ে মাখতে মন্দ লাগে না। অনেকেরই ধারণা, শীতের রোদে ট্যান পড়ে না। সেই কারণে সানস্ক্রিন না মেখেও ইচ্ছমতো বেরিয়ে পড়ছেন অনেকে। শীতের রোদ ত্বক পোড়াতে পারে না, এই ধারণা একেবারেই ভ্রান্ত। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, শীতের রোদেও সমান ট্যান প়ড়ে। তবে সানস্ক্রিন মেখেও সব সময় ট্যান আটকানো যায় না। সেক্ষেত্রে ত্বকে ব্যবহার করতে পারেন কিছু ফেসপ্যাক। না পড়বে ট্যান, না মাখতে হবে সানস্ক্রিন।
১) বেসন এবং সামান্য দই মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মুখ জল দিয়ে ভাল করে ধুয়ে একটি নরম কাপড় দিয়ে মুছে নিন। তার পর এই প্রলেপ লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে প্রথমে ভিজিয়ে নিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। এত সব ট্যান উঠে যাবে।
২) ত্বকের মৃত কোষ দূর করতে স্ক্রাব ব্যবহার করা দরকার। কফির গুঁড়ো এবং সামান্য নারকেল তেল মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। মুখে লাগিয়ে ভাল করে ঘষতে হবে। তবে আলতো হাতে ঘষবেন। যাঁদের স্পর্শকাতর ত্বক, তাঁদের বেশি জোরে স্ক্রাব করলে সমস্যা হতে পারে। হয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করলে ত্বকের যাবতীয় ট্যান উঠে যাবে।
৩) বাড়িতে খাঁটি অ্যালো ভেরা জেল থাকলে তা লাগিয়ে নেওয়া সবচেয়ে ভাল। অ্যালো ভেরা ত্বকের জেদি ট্যানও নিমেষে তুলে দেয়। তবে ধারাবাহিক ভাবে ব্যবহার করতে হবে। নয়তো কোনও সুফল মিলবে না।