DIY Hair Oil

বাজার থেকে ‘কেশকালা’ তেল না কিনে বাড়িতেই তা তৈরি করে ফেলতে পারেন, রইল পদ্ধতি

ঘন ঘন চুলে রং করলে চুলের বারোটা বাজবে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। পাকা চুলের বাড়বৃদ্ধি শ্লথ করতে নানা রকম তেলও ব্যবহার করেছেন। কিন্তু ফল মেলেনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৮
This DIY hair oil is perfect to stop greying of hair.

আয়নার সামনে দাঁড়ালেই পাকা চুল চোখে পড়ছে? ছবি: সংগৃহীত।

অল্প বয়সেই চুলে পাক ধরছে। আয়নার সামনে দাঁড়ালেই পাকা চুল চোখে পড়ছে। আর তাতেই মনের রং কেমন ফিকে হয়ে যাচ্ছে। ঠান্ডার সময়ে মাথা থেকে মাফলার ঝুলিয়ে কিংবা টুপি পরে কাটিয়ে দিলেও গরমকালে তো আর এই ফিকির চলবে না। তখন চুলে কলপ করতে হবে। কিন্তু ঘন ঘন চুলে রং করলে চুলের বারোটা বাজবে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। পাকা চুলের বাড়বৃদ্ধি শ্লথ করতে নানা রকম তেলও ব্যবহার করেছেন। কিন্তু ফল মেলেনি। তবে আয়ুর্বেদে এমন কিছু উপাদান রয়েছে, যা তেলের সঙ্গে মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে পাকা চুলেও কালো রং ধরতে পারে।

Advertisement

পাকা চুল কালো করার তেল তৈরি করবেন কী ভাবে?

উপকরণ:

আমলকি: ৩-৪টি

নারকেল তেল: আধ কাপ

কারি পাতা: একমুঠো

This DIY hair oil is perfect to stop greying of hair.

আয়ুর্বেদে এমন কিছু উপাদান রয়েছে, যা তেলের সঙ্গে মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে পাকা চুলেও কালো রং ধরতে পারে। ছবি: সংগৃহীত।

পদ্ধতি:

১) প্রথমে কড়াইতে নারকেল তেল গরম হতে দিন। গ্যাসের আঁচ একেবারে আস্তে করে রাখবেন।

২) এ বার তেলের মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আমলকি এবং এক মুঠো কারি পাতা দিয়ে দিন।

৩) মিনিট ১৫ ফুটতে দিন। তেলের রং বদলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৪) তার পর গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন।

৫) কাচের পরিষ্কার শিশিতে ভরে রেখে দিন। বায়ুরোধী পাত্র হলে আরও ভাল।

৬) শ্যাম্পু করার ঘণ্টা খানেক আগে মাথায় এই তেল মেখে রেখে দিন।

৭) প্রয়োজনে তেল হালকা গরম করে নিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement