Sonakshi Sinha's Dress

ঠিক যেন রাজকুমারী! লং স্কার্ট, কাফতান-জ্যাকেটে রাজস্থানে রাজকীয় সাজে সোনাক্ষী

লংস্কার্ট, কাফতান জ্যাকেটে সাজলেন সোনাক্ষী। অভিনেত্রীর রাজস্থানের ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। জানেন এই পোশাকের দাম কত?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৬:৩৪
রাজকুমারীর সাজে সোনাক্ষী।

রাজকুমারীর সাজে সোনাক্ষী। ছবি: ইনস্টাগ্রাম।

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিংহের সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া ছবি দেখে তা-ই মনে হবে। লম্বা স্কার্ট, রঙিন সোনালি সুতোর নকশা করা ব্লাউজ় আর কাফতান-জ্যাকেট। গলায় নকশি করা হাঁসুলি। এমন পোশাকেই ক্যামেরাবন্দি নায়িকা। সোনাক্ষীর এই ছবিতেই মজেছেন অনুরাগীরা।

Advertisement

সাজগোজ নিয়ে বরাবরই চর্চায় থাকেন সোনাক্ষী সিংহ। বিয়ে, করবা চৌথ— সমস্ত অনুষ্ঠানেই নায়িকার রুচি-পছন্দ প্রশংসা পেয়েছে। মাত্র পাঁচ মাস হল বিয়ে হয়েছে অভিনেত্রীর। স্বামী জ়াহির ইকবালের সঙ্গে রাজস্থানে এখন তিনি। সেখানকারই বিভিন্ন ছবি ভাগ করে নিয়েছেন নায়িকা।

একটি দুর্গের সামনে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন সোনাক্ষী। প্রিন্টেড লং স্কার্ট এবং ব্লাউজ়ের সঙ্গে চোলি বা ওড়না নয়, সোনাক্ষী শ্রাগের মতো করে পরেছেন কাফতান স্টাইলের জ্যাকেট। স্কার্ট এবং সেই শ্রাগ বা জ্যাকেটটির প্রিন্টও এক। এক ঝলক দেখলে অবশ্য মনে হতে পারে শ্রাগটি ওড়না।

রাজস্থানের দুর্গে সোনাক্ষী।

রাজস্থানের দুর্গে সোনাক্ষী। ছবি: ইনস্টাগ্রাম।

পোশাকটি রিম্পল এবং হরপ্রীতের ব্র্যান্ডের। স্কার্টে রয়েছে জ়িগজ়্যাগ নকশা। সেই সঙ্গে পাড়ে সোনালি কাজ। ব্লাউজ়টিও রঙিন। সবুজ, কমলা, লাল এবং নীলের মিশেলে তার কারুকাজ বেশ জমকালো। কাফতান স্টাইলের জ্যাকেটে রয়েছে সোনালি এবং কমলা সরু নকশাকাটা পাড়। রিম্পল হরপ্রীতের ওয়েবসাইট বলছে, এই পোশাকটির মূল্য ৯৮ হাজার টাকা। এর সঙ্গেই নকশাদার হাঁসুলি, ঝুমকো এবং ককটেল রিং পরেছেন সোনাক্ষী। নিখুঁত রূপটানে প্রাণবন্ত হয়ে উঠেছে আঁখিযুগল। ঢেউখেলানো চুলে আর এমন সাজসজ্জায় সোনাক্ষী হয়ে উঠেছেন রাজস্থানের রাজকুমারী।

রাজস্থানে দুর্গের সামনে ‘রাজকুমারী’-র বেশে সোনাক্ষী।

রাজস্থানে দুর্গের সামনে ‘রাজকুমারী’-র বেশে সোনাক্ষী। ছবি: ইনস্টাগ্রাম।

রাজস্থানের আরও একটি ছবি পোস্ট করেছেন ‘হীরামন্ডি’ সিরিজের অভিনেত্রী। হলুদ সারারায়, স্বল্প সাজে সোনাক্ষীকে লাগছে বেশ। ঢেউখেলানো চুল, কানে ঝোলা দুল আর কপালে ছোট্ট টিপ। হাতে জরির কাজ করা সোনালি বটুয়া, পায়ে মানাসই জুতি। পোশাকশিল্পী অনিতা ডোংরের ডিজ়াইন করা এই পোশাকটির দাম ৪৫ হাজার টাকা।

রাজস্থানে হলুদরঙা পোশাকে অভিনেত্রী।

রাজস্থানে হলুদরঙা পোশাকে অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।

কোনও জায়গায় বেড়াতে যাওয়ার আগে বড় ভাবনা থাকে, সেখানে গিয়ে কোন পোশাক পরা যায়? রাজস্থানে যাওয়ার পরিকল্পনা থাকলে কিন্তু সোনাক্ষীর মতো রঙিন রাজকীয় সাজে সাজতে পারেন আপনিও।

আরও পড়ুন
Advertisement