Kangana Ranaut

আদিত্য পাঞ্চোলি প্রেমিকা পেটান! পরকীয়া সম্পর্কে কঙ্গনাকে খোঁচা দিয়ে কী বললেন জ়ারিনা?

শুধু কঙ্গনা নয়, একাধিক সম্পর্ক ছিল আদিত্যের। প্রেমিকাদের নাকি শারীরিক নির্যাতন হামেশাই করতেন অভিনেতা। এ বার স্বামীর হয়ে সাফাই গাইলেন জ়ারিনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৯:০৩
(বাঁ দিক থেকে) কঙ্গনা রানাউত, আদিত্য পাঞ্চোলি, জ়ারিনা ওয়াহাব।

(বাঁ দিক থেকে) কঙ্গনা রানাউত, আদিত্য পাঞ্চোলি, জ়ারিনা ওয়াহাব। ছবি: সংগৃহীত।

স্বামী আদিত্য পাঞ্চোলির একাধিক বিবাহবর্হিভূত সম্পর্ক। ছেলে সুরজও গ্রেফতার হয়েছিলেন। পারিবারিক নানা ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী জ়ারিনা ওয়াহাব। বেশ কয়েক বছর আগে অভিনেত্রী কঙ্গনা রানাউত জানিয়েছিলেন মাত্র ১৭ বছর বয়সে বাবার বয়সী একজনের কাছে শারীরিক ভাবে হেনস্থা হয়েছেন তিনি। তখন সরাসরি কারও নাম না বললেও সম্প্রতি অভিযোগের আঙুল তুলেছেন আদিত্য পাঞ্চোলির দিকে। সে সময় নাকি আদিত্যর স্ত্রী জ়ারিনার কাছে সাহায্যের জন্যও গিয়েছিলেন কঙ্গনা। কিন্তু জ়ারিনা তাঁকে ফিরিয়ে দেন, অভিযোগ কঙ্গনার। তবে শুধু কঙ্গনা নয়। একাধিক সম্পর্ক ছিল আদিত্যের। প্রেমিকাদের নাকি শারীরিক নির্যাতন হামেশাই করতেন অভিনেতা। এ বার স্বামীর হয়ে সাফাই গাইলেন জ়ারিনা।

Advertisement

কঙ্গনা বছর কয়েক আগে বলেছিলেন, “আমি ওর মেয়ের থেকেও এক বছরের ছোট ছিলাম। আমি ওর স্ত্রীয়ের কাছে গিয়ে বলেছিলাম, আমাকে বাঁচান। কারণ এতটাই ছোট ছিলাম যে আমার সঙ্গে যা ঘটেছিল তা বাবা-মাকেও বলতে পারিনি।” কিন্তু জ়ারিনা সে সময় তাঁকে কোনও সাহায্য করেননি বলে অভিযোগ করেন কঙ্গনা। এর পর বাধ্য হয়ে কঙ্গনা পুলিশের সাহায্য চেয়েছিলেন। সে সময় শুধুমাত্র সতর্ক করেই নাকি আদিত্যকে ছেড়ে দেয় পুলিশ। পরে অবশ্য জ়ারিনা স্বীকারও করেছিলেন আদিত্য-কঙ্গনার সম্পর্কের কথা। তবে সম্প্রতি উল্টো সুর তাঁর গলায়। জ়ারিনা বলেন, ‘‘কঙ্গনা বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছে। বরাবরই আদিত্য ভাল ব্যবহার করে এসেছে ওঁর সঙ্গে। আমি বুঝলাম না কি এমন হল! তবে এটা বলতে পারি আদিত্য তেমন কিছু করেনি।’’

পাশপাশি জ়ারিনা স্বামীর প্রাক্তন প্রেমিকাদের নিয়েও মন্তব্য করেছেন। জ়ারিনার দাবি, যাঁরা তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন আসলে তাঁরা তাঁদের স্বার্থ চরিতার্থ করতে পারেননি বলেই এমনটা করেছেন।

Advertisement
আরও পড়ুন