Wedding Tips

বন্ধুর বিয়েতে রশ্মিকার মতো ব্যাকলেস ব্লাউজ় পরবেন? নিয়ম করে পিঠের পরিচর্যা করছেন তো?

বিয়েবাড়িতে সুন্দর সাবেকি শাড়ি পরুন বা ডিজ়াইনার লেহঙ্গা। খোলা পিঠের ব্লাউজ় সব পোশাককেই আরও সুন্দর করে তোলে। আর পিঠ যদি দাগহীন, সুন্দর না হয় তা হলে কিন্তু খোলা ব্লাউজ় পরলেও দেখতে ভাল লাগবে না। তাই পিঠের যত্ন নিতে হবে এখন থেকেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫১
রশ্মিকা মন্দানা।

রশ্মিকা মন্দানা। ছবি: ইনস্টাগ্রাম।

একরঙা শাড়ির সঙ্গে ব্যাকলেস বা পিঠখোলা ডিজ়াইনার ব্লাউজ়—তমান্না ভাটিয়া থেকে রশ্মিকা মন্দনার মতো অভিনেত্রীরা এখন বেশির ভাগ অনুষ্ঠানেই ধরা দিচ্ছেন এমন সাজে। অভিনেত্রীদের দেখাদেখি তরুণীরাও ইদানীং ব্যাকলেস ব্লাউজ়ের নকশাকেই বেশি পছন্দ করছেন। চলছে বিয়েবাড়ির মরসুম। আপনিও কি ব্যাকলেস ব্লাউজ় পরার কথা ভাবছেন? সে ক্ষেত্রে শুধু মুখের যত্ন নিলেই হয় না, বিয়ের আগে থেকে যত্ন নিতে হবে হাত, পায়েরও। আর অবশ্যই সবচেয়ে অবহেলিত অংশ, পিঠের। সুন্দর সাবেকি শাড়ি পরুন বা ডিজ়াইনার লেহঙ্গা। খোলা পিঠের ব্লাউজ় সব পোশাককেই আরও সুন্দর করে তোলে। আর পিঠ যদি দাগহীন, সুন্দর না হয় তা হলে কিন্তু খোলা ব্লাউজ় পরলেও দেখতে ভাল লাগবে না। তাই পিঠের যত্ন নিতে হবে এখন থেকেই।

Advertisement

১) রোজকার ধুলো-ময়লা, তেল জমে পিঠ কালো হয়ে যায়। প্রতি দিন স্নানের সময় লুফা দিয়ে সারা শরীর পরিষ্কার করা সম্ভব হলেও পিঠের পুরোটা পৌঁছনো যায় না। লম্বা ব্রাশগুলো পিঠের নীচের দিক পর্যন্ত পৌঁছে যায় সহজেই। এতে ত্বকের মরা চামড়া উঠে যাবে আর পিঠ পরিষ্কারও থাকবে।

২) প্রতি দিন নিয়মিত কোনও ভাল বডি লোশন লাগান। সারা শরীরে লাগালেও পিঠে অনেকেই লাগান না। মনে করে সারা পিঠে অবশ্যই লোশন দিয়ে মালিশ করুন।

৩) মাঝেমধ্যে সময় করে সালোঁয় গিয়ে ট্যান রিমুভাল ট্রিটমেন্ট করাতে পারেন। এর পাশাপাশি স্ক্রাবিং করারও প্রয়োজন আছে। একা পিঠের যত্ন নেওয়া কঠিন। তাই পিঠের ত্বক উজ্জ্বল করতে খানিকটা সালোঁগুলির উপরেও ভরসা রাখতে হবে।

৪) কারও কারও পিঠে দাগছোপ থাকে। অনেক সময়ই ত্বকের কোনও সমস্যার কারণে তা হয়ে থাকে। প্রয়োজন মনে করলে নিশ্চয়ই ডার্মাটোলজিস্টের কাছে যান। পরামর্শ মতো যত্ন নিয়ে সুন্দর করে তুলুন পিঠ।

৫) বাড়িতেও প্যাক বানিয়ে পিঠের যত্ন নিতে পারেন। প্রয়োজন নিয়মিত স্ক্রাবিং। ১ কাপ চিনির সঙ্গে ১ চা চামচ লেবুর রস ও ৬ টেবল চামচ আমন্ড অয়েল বা অলিভ অয়েল মিশিয়ে নিন। এই স্ক্রাব লাগান পিঠে। অথবা ৩-৪ টেবল চামচ মধুর সঙ্গে সম পরিমাণ লেবুর রস আর কফির গুঁড়ো মিশিয়ে পিঠে মালিশ করলেও ত্বকের ঔজ্জ্বল্য ফিরে পাবেন।

Advertisement
আরও পড়ুন