Skin Care Tips

বডি লোশন মেখেও শুকিয়ে যাচ্ছে ত্বক? দু'টি তেলেই হবে মুশকিল আসান, টিপ্‌স দিলেন তারকারা

যদি দেখেন বডি লোশন মেখেও ত্বক শুকিয়ে যাচ্ছে, ত্বকে র‌্যাশ হচ্ছে, তা হলে বুঝতে হবে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলছে। তার জন্য ত্বকের পুষ্টি দরকার। আর তা বাজারচলতি প্রসাধনী দিয়ে করা সম্ভব নয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৪০
Skin care tips in winter season

শীতের সময়ে ত্বকের পরিচর্যায় কোন তেল ব্যবহার করেন তারকারা? ফাইল চিত্র।

শীতকালে আবহাওয়া স্বাভাবিক ভাবেই শুষ্ক থাকে। এই সময় ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যা‌য়। ত্বক কোমল ও মসৃণ করে তুলতে অনেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকেন। তবে তাতে বিশেষ কোনও লাভ হয় না। যদি দেখেন বডি লোশন মেখেও ত্বক শুকিয়ে যাচ্ছে, ত্বকে র‌্যাশ হচ্ছে, তা হলে বুঝতে হবে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলছে। তার জন্য ত্বকের পুষ্টি দরকার। আর তা বাজারচলতি প্রসাধনী দিয়ে করা সম্ভব নয়।

Advertisement

শীতে ত্বকের যে কোনও সমস্যার সমাধান করতে পারে দু’টি তেল— নারকেল তেল ও অলিভ তেল। করিনা কপূর খান, ঐশ্বর্য রাই বচ্চন তাঁদের বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন শীতকালে ত্বকের জন্য নারকেল তেল বা অলিভ অয়েলই বেশি ব্যবহার করেন তাঁরা। বিশেষ করে ঐশ্বর্যের বেশি পছন্দ হল নারকেল তেল। ত্বক, চুল তো বটেই তাঁর পেলব-মসৃণ ঠোঁটের পরিচর্যাও নারকেল তেলেই করেন তিনি। তবে তেল ব্যবহার করলেই হবে না, সঠিক নিয়মও জানা চাই।

ত্বকের পরিচর্যায় কী ভাবে তেল ব্যবহার করবেন?

নারকেল তেল

রোজ স্নানের আগে নারকেল তেল সামান্য গরম করে যদি হাতে-পায়ে লাগান, ত্বক কোমল হবে।

নারকেল তেলের সঙ্গে গ্লিসারিন, সামান্য গোলাপজল এবং পছন্দমতো এসেনশিয়াল অয়েল মিশিয়ে বডি লোশন বানিয়ে নিতে পারেন।

বডি স্ক্রাবার হিসেবেও নারকেল তেল দারুণ। আধকাপ নারকেল তেল এবং সামান্য বেসনের সঙ্গে চিনি মিশিয়ে নিন। চিনি গলে যাওয়া পর্যন্ত স্ক্রাব করুন। ত্বকের মৃত কোষ দূর হবে। ত্বকে দাগছোপ থাকলে তা-ও দূর হবে।

ঠোঁট পেলব রাখতেও নারকেল তেলের জুড়ি মেলা ভার। একটি পাত্রে নারকেল তেল নিয়ে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। নারকেল তেল গলে গেলে সেটি লিপ বামের মতো ঠোঁটে লাগান। রোজ রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে নারকেল তেল লাগিয়ে নিলে ঠোঁট ফাটা বন্ধ হবে।

চোখের তলার কালি তুলতেও নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। রোজ রাতে শুতে যাওয়ার আগে যদি তুলোয় নারকেল তেল নিয়ে চোখের নীচে ভাল করে মালিশ করা যায়, তা হলে চোখের তলার কালি উঠে যাবে খুব তাড়াতাড়ি।

অলিভ অয়েল

বাইরে থেকে ফিরে মুখ ধোয়ার পরে অলিভ অয়েল মুখে-গলায় লাগিয়ে নিলে ত্বক কোমল ও মসৃণ হবে। ত্বকের রুক্ষতা দূর হবে।

স্নানের পর ভিজে ত্বকে অলিভ অয়েল লাগালে ত্বক সহজেই তেল শুষে নেবে এবং পুষ্টি পাবে।

অলিভ অয়েল দিয়ে ঠোঁট স্ক্রাব করলে ঠোঁট নরম ও মসৃণ থাকবে। যাঁরা খুব গাঢ় করে লিপস্টিক পরেন, তাঁদের ঠোঁট তাড়াতাড়ি শুকিয়ে যায়, ঠোঁটে কালচে দাগও পড়ে যায়। সে ক্ষেত্রে রোজ রাতে শুতে যাওয়ার সময়ে তুলোয় করে অলিভ অয়েল নিয়ে ঠোঁটে ভাল করে লাগিয়ে নিন। ঠোঁটের স্বাভাবিক গোলাপি আভা ফিরে আসবে।

হাতে সামান্য অলিভ অয়েল নিয়ে চোখের চারাপশে মালিশ করুন রোজ। ১৫ মিনিট পর ভেজা তুলো দিয়ে মুছে নিন। চোখের তলার কালি উঠে যাবে।

Advertisement
আরও পড়ুন