Skin Care Tips for Men

সিদ্ধার্থের রূপচর্চা থেকে ফ্যাশন সব দিকেই খেয়াল অদিতির, ত্বকের যত্নে কোন পরামর্শ দিলেন স্ত্রী?

২০২৪-এ চার হাত এক হয়েছিল সিদ্ধার্থ সূর্যনারায়ণ এবং অদিতি রাও হায়দরির। তার পর থেকে তাঁদের দাম্পত্য জীবন চর্চায়। স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সিদ্ধার্থ জানালেন, তাঁর ত্বকের যত্নের দিকেও খেয়াল রাখেন অদিতি। স্বামীকে কী মাখার পরামর্শ দিয়েছেন তারকা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৬:৪৮
সিদ্বার্থের খেয়াল কী ভাবে রাখেন অদিতি রাও হায়দরি?

সিদ্বার্থের খেয়াল কী ভাবে রাখেন অদিতি রাও হায়দরি? ছবি: সংগৃহীত।

গত বছরেই চার হাত এক হয়েছে সিদ্ধার্থ সূর্যনারায়ণ এবং অদিতি রাও হায়দরির। দু’জনেই অভিনয় জগতের লোক। তারকাও। তবে সে সব ছাপিয়ে তাঁরা সুখী দম্পতি। তারকা নয়, বরং আর পাঁচজন বধূর মতোই স্বামী সিদ্ধার্থের খেয়াল রাখেন অদিতি। ভাবনাচিন্তা, পছন্দে তফাত অনেকটা হলেও তাঁদের দাম্পত্য জীবন যে মধুর, তা স্পষ্ট হয়েছে বিয়ের পরে তাঁদের একাধিক সাক্ষাৎকারে। তাঁর এবং সিদ্ধার্থের সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেছেন অদিতি। সেখানেই তিনি জানিয়েছেন, তাঁদের দু’জনের সম্পর্কে স্বামী-স্ত্রী জাতীয় ভারী বিষয় নেই। অদিতি বলছেন, ‘‘আমি ওর সঙ্গে অনেক রকম বিষয়ে কথা বলতে পারি।’’

Advertisement

একই রকম ভাবে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সিদ্ধার্থও। তিনি বলছেন, ‘‘আদু (অদিতি) শুধু অভিনেত্রী এবং তারকা নয়। ভীষণ নিয়মানুবর্তী, কৌতূহলী মানুষ। ও আমাকে ত্বকের যত্ন নেওয়া, ভাল থাকা, ফ্যাশন, জীবনের বিভিন্ন অর্থ শিখিয়েছে।’’

কিন্তু স্বামীকে কী শেখালেন অদিতি? যা শুনে রীতিমতো অবাক হয়ে যান সিদ্ধার্থ। তিনি বলছেন ‘‘ও খুব ভাল জানে, ত্বকে কোনটি মাখবে, কী ভাবে চলবে। আর আমি ঠিক উল্টো। যা দেখি খেয়ে নিই। আমরা একেবারে বিপরীত।’’

নামীদামি প্রসাধনী নয়, সিদ্ধার্থকে ত্বকের যত্নে নারকেল তেল কেন ব্যবহার করতে বলেছেন অদিতি? কী লাভ হয় এতে?

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার নতুন নয়। কিন্তু যখন গায়ে তেল মাখার প্রসঙ্গ ওঠে লোকজন অলিভ অয়েল বা সুগন্ধী বডি অয়েল বেছে নিতে চান। কারণ, এই তেল চটচটে হয় না। তার উপর বাজারচলতি বডি অয়েল ভীষণ হালকা এবং সুগন্ধযুক্ত হয়। নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড। মুখের মেকআপ তোলা থেকে, মালিশ, সব কাজেই তেলটি ব্যবহার করা যায়। শুধু মেয়েদের নয়, এই তেল পুরুষদের ত্বকের ক্ষেত্রেও উপকারী।

নারকেল তেল বলিরেখা দূর করতে, ত্বক ময়েশ্চারাইজ় করতে সাহায্য করে। ‘‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকিউলার সায়েন্সেস’-এ ২০১৮ সালে প্রকাশিত একটি গবেষণাপত্র বলছে নারকেল তেলে রয়েছে প্রদাহনাশক উপাদান। অ্যান্টিঅক্সিড্যান্ট মেলে এতে। নারকেল তেল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বককে সুরক্ষা দিতে সক্ষম।

এত যার উপকার, সেই তেল তো ত্বকে মাখাই যেতে পারে। কিন্তু ঠিক কী ভাবে সিদ্ধার্থকে নারকেল তেল মাখতে বলেছেন অদিতি, তা অবশ্য তিনি খোলসা করেননি। মুখে সরাসরি নারকেল তেল মালিশ করা যায়। ঘরোয়া উপকরণে তৈরি বিভিন্ন ফেস প্যাকেও নারকেল তেল মিশিয়ে মাখা যায়। কফির গুঁড়োর সঙ্গে নারকেল তেল মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। ত্বকের মৃত কোষ দূর করতে এটি বিশেষ কার্যকর।

তবে মুখে বা ত্বকে যে ভাবেই নারকেল তেল ব্যবহার করুন, তা খাঁটি হলেই ভাল। কৃত্রিম সুগন্ধী তেলের গুণ নষ্ট করে।

Advertisement
আরও পড়ুন