Beauty Tips

ঘর পরিষ্কার করতে গিয়ে নখের দফারফা? ম্যানিকিয়োর করে ফেলতে পারেন সহজেই, শিখে নিন পদ্ধতি

বাড়িতে দীপাবলির পুজো, অফিসের নানা ব্যস্ততার মাঝে সালোঁয় গিয়ে ম্যানিকিয়োর করার সময় হবে না। বাড়ি বসে ম্যানিকিয়োর করার সহজ পদ্ধতি জানা আছে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৯:২৪
perfect manicure

সালোঁয় না গিয়েও সহজেই ম্যানিকিয়োর করা যায়। ছবি: সংগৃহীত।

দীপাবলির আগে ঘরদোর পরিষ্কার করার চল রয়েছে। তা করতে গিয়েই হাতের নখগুলির হাল একেবারে খারাপ হয়ে গিয়েছে। বাড়িতে দীপাবলির পুজো, অফিসের নানা ব্যস্ততার মাঝে সালোঁয় গিয়ে ম্যানিকিয়োর করার সময় হবে না। এ দিকে পরের দিন বন্ধুদের নিয়ে বাড়িতে পার্টিরও আয়োজন করা হয়েছে। তার আগে চট করে বাড়িতে ম্যানিকিয়োর করে ফেলা যায় কি?

Advertisement

ঘরে বসে নিজেই নিজের ম্যানিকিয়োর করবেন কী ভাবে?

১) হাতের নখ ছোট করে কেটে ফেললে দেখতে মোটেই ভাল লাগে না। তাই নখ না কেটে, প্রথমে ফাইল দিয়ে ঘষে পছন্দ মতো আকার দিয়ে নিন।

২) এ বার তুলনায় ঘন কোনও ক্রিম নখে, দু’হাতে ভাল করে মেখে নিন। বড় একটি পাত্রে উষ্ণ জল নিন। তার মধ্যে ১ চা চামচ শ্যাম্পু মিশিয়ে ওই জলের মধ্যে হাত ডুবিয়ে রাখুন মিনিট দশেক।

৩) এ বার নেল স্টোনের সাহায্যে নখের কিউটিকলগুলিকে ঠেলে উপর দিকে তুলুন। যদি অতিরিক্ত কিউটিকল থাকে, তা কেটে ছোট করে নিন।

৪) এর পর হাত ভাল করে মুছে নিয়ে নখের উপর স্বচ্ছ বেস কোট পরে নিন। নেলপলিশ পরতে না চাইলে শুধু বেস কোট দিয়েই কাজ চলে যাবে।

৫) শুকিয়ে গেলে পছন্দ অনুযায়ী নেলপলিশ পরে ফেলুন। নখের আশপাশে নেলপলিশ লেগে থাকলে তা শুকিয়ে যাওয়ার আগেই রিমুভারের সাহায্যে তুলে নিন।

৬) নেলপলিশের কোট শুকিয়ে গেলে তার উপর স্বচ্ছ বেস কোট আরও এক বার পরে নিতে পারেন। তাতে নেলপলিশ দীর্ঘস্থায়ী হবে।

৭) অনেকেরই নখের ধারে কিউকিটল শুকিয়ে শক্ত হয়ে যায়। মরা চামড়ার মতো উঠে আসে। তাই সব শেষে নখের চার ধারে কিউটিকল অয়েল লাগিয়ে তা শুকিয়ে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন