Pushpa 2 Actress Rashmika Mandanna's Skincare

রশ্মিকার মতো জেল্লাদার ত্বক চাই? শুটিংয়ের আগে কী ভাবে রূপচর্চা করেন ‘পুষ্পা ২’-এর নায়িকা

একটি সাক্ষাৎকারে রশ্মিকা জানিয়েছেন, ত্বক যত্নে রাখতে খাওয়াদাওয়ার প্রতি বিশেষ নজর দেন। যে খাবারগুলি থেকে ত্বকে সমস্যা দেখা দিতে পারে, যথাসম্ভব সেগুলি এড়িয়ে চলেন। তেল-মশলাদার খাবার পাতে নেন না একেবারেই। তবে শুধুই খাওয়াদাওয়া নয়, সকাল থেকেই ত্বকের যত্ন নিতে শুরু করেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৩
রশ্মিকা মন্দানা।

রশ্মিকা মন্দানা। ছবি: ইনস্টাগ্রাম।

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ‘গীত গোবিন্দম’ এবং ‘কিরিক পার্টি’র মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা’-তে অভিনয় করে রশ্মিকা জাতীয় স্তরে নজর কেড়েছিলেন। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। ছবিতে আবারও ‘সামি সামি’ গানের তালে রশ্মিকার শরীরী হিল্লোল দেখে মুগ্ধ হয়েছে আসমুদ্রহিমাচল। রশ্মিকার ফিটনেসে অনুপ্রাণিত হয়েছেন তাঁর অনুরাগীরা। শুধু কি ফিটনেস, রশ্মিকার ত্বকও যথেষ্ট ঈর্ষণীয়। রূপটানহীন ত্বকেও যেন ঠিকরে বেরোয় জেল্লা। কখনওই খুব বেশি উগ্র সাজে দেখা যায়নি রশ্মিকাকে। ছবির প্রচারে হোক কিংবা কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ছিমছাম সাজেই নজর কেড়েছেন অভিনেত্রী। রশ্মিকার জেল্লাদার ত্বকের রহস্য কী?

Advertisement

একটি সাক্ষাৎকারে রশ্মিকা জানিয়েছেন, ত্বক যত্নে রাখতে খাওয়াদাওয়ার প্রতি বিশেষ নজর দেন। যে খাবারগুলি থেকে ত্বকে সমস্যা দেখা দিতে পারে, যথাসম্ভব সেগুলি এড়িয়ে চলেন। তেল-মশলাদার খাবার পাতে নেন না একেবারেই। তবে শুধুই খাওয়াদাওয়া নয়, সকাল থেকেই ত্বকের যত্ন নিতে শুরু করেন অভিনেত্রী। ইনস্টাগ্রামের একটি ভিডিয়োয় র‌শ্মিকা জানিয়েছেন শুটিংয়ে বেরোনোর আগে কী ভাবে ত্বকের যত্ন নেন তিনি।

ডিডিয়োতে অভিনেত্রী দেখান ঘুম থেকে উঠে সবার আগে তিনি আগে ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করেন। মুখ পরিষ্কারের পর ভাল করে মুখ মুছ নিয়ে তিনি ময়শ্চারাইজ়ার মাখেন মুখে। তার পর সানস্ক্রিনের পালা। সানস্ক্রিন ব্যবহার না করে বাড়ি থেকে কোনও দিনও বেরোন না অভিনেত্রী। তাই ময়শ্চারাইজ়ারের পর ত্বকে ভাল ভাবে সানস্ক্রিন মেখে নেন তিনি। আর শেষে আসে লিপবামের পালা। সূর্যরশ্মির হাত থেকে কেবল মু‌খ কিংবা ত্বককে বাঁচালেই হবে না, ঠোঁটেরও চাই সুরক্ষা। তাই এসপিএফ আছে এমন লিপবাম ব্যবহার করেন রশ্মিকা।

Advertisement
আরও পড়ুন