কিয়ারা আডবাণী। ছবি : সংগৃহীত।
আন্তর্জাতিক ফ্যাশনের তীর্থস্থান হল মেট গালা। যেখানে প্রতি বছর আমন্ত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশের ফ্যাশন জগতের খ্যাতনামীরা, তার লাল গালিচায় চলতি বছরে হাঁটবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। যিনি এখন অন্তঃসত্ত্বা।
ফেব্রুয়ারির শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন কিয়ারা। মে মাসের ৫ তারিখে যখন নিউ ইয়র্কের মেট্রোপলিটান মিউজ়িয়াম অফ আর্টে মেট গালার আসর বসবে, তখন বলিউড অভিনেত্রী অন্তত ৪ মাসের অন্তঃসত্ত্বা হবেন। ভাবী মায়ের মেট গালায় আত্মপ্রকাশ নিয়ে তাই শুরু হয়েছে জল্পনা।
কানে কিয়ারা আডবাণী। ছবি: সংগৃহীত।
গত বছরেই ফরাসি চলচ্চিত্রোৎসব কানে গিয়েছিলেন কিয়ারা। তার পরে তাঁকে দেখা গিয়েছিল রেড সি চলোচ্চিত্রোৎসবের নৈশভোজেও। তবে ফ্যাশন দুনিয়ায় মেট গালার স্বাতন্ত্র্য ওই দুই উৎসবের থেকে অনেক এগিয়ে। কিয়ারার কাছে তাই মেট গালা ‘বড় সুযোগ’।
মেট গালায় আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত।
বলিউডের খুব কম অভিনেত্রীই মেট গালার আমন্ত্রণ পেয়েছেন। গত বছর মেট গালায় গিয়েছিলেন আলিয়া ভট্ট। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি পরে আন্তর্জাতিক ফ্যাশন বিশ্বের নজর কেড়েছিলেন তিনি।
মেট গালায় আত্মপ্রকাশ প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত।
তারও আগে দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া আমন্ত্রিত হয়েছেন মেট গালায়। ২০১৮ সালে কফি রঙা ট্রেঞ্চ কোট পরিহিত প্রিয়ঙ্কা চোপড়াকে মেট গালার লাল গালিচায় দেখা গিয়েছিল। তার পরে প্রায় পাঁচ বছর টানা মেট গালায় এসেছেন তিনি। আলিয়া গিয়েছেন বছর দু’য়েক। এ বছর কিয়ারার আত্মপ্রকাশ হতে চলেছে।