DIY Moisturizer

শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন ময়েশ্চারাইজ়ার, ত্বক আর্দ্র থাকবে, উজ্জ্বলও দেখাবে

রূপটান শিল্পীরা বলছেন, প্রাকৃতিক উপায়ে ত্বকের পরিচর্যা করলে ত্বকের স্বাস্থ্য দীর্ঘ মেয়াদে ভাল থাকে। শীতে লেবু, গ্রিন টি, মধু এবং গ্লিসারিন দিয়ে তৈরি ময়শ্চারাইজ়ার ব্যবহার করার পরামর্শও দিচ্ছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৯:৪৩
বাজারচলতি ময়শ্চারাইজ়ারকে বিদায় দিন।

বাজারচলতি ময়শ্চারাইজ়ারকে বিদায় দিন। ছবি: শাটারস্টক।

শীত কাল মানেই রুক্ষতা। শিরশিরে হাওয়া, আর্দ্রতার অভাব, বাতাসে ধুলোবালি ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য কমিয়ে দেয়। বাজারচলতি ময়শ্চারাইজ়ার তো প্রায় সকলেই ব্যবহার করেন। তার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে শীতকালে প্রাকৃতিক উপাদানেও ত্বকের যত্ন নিতে পারেন। বাড়িতেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক ময়শ্চারাইজ়ার।

Advertisement

রূপটান শিল্পীরা বলছেন, প্রাকৃতিক উপায়ে ত্বকের পরিচর্যা করলে ত্বকের স্বাস্থ্য দীর্ঘ মেয়াদে ভাল থাকে। শীতে লেবু, গ্রিন টি, মধু এবং গ্লিসারিন দিয়ে তৈরি ময়শ্চারাইজ়ার ব্যবহার করার পরামর্শও দিচ্ছেন তাঁরা।

কী ভাবে বানাবেন?

১। তিন চা চামচ গ্লিসারিন, দুই চা চামচ মধু, দুই চা চামচ গ্রিন টি ভেজানো চা এবং এক চা চামচ লেবুর রস নিন।

২। একটি পাত্রে সবক’টি উপকরণ খুব ভাল ভাবে মিশিয়ে নিন। যাতে মসৃণ একটি পেস্ট তৈরি হয়। এর পর ওই মিশ্রণটি একটি কাচের পাত্রে ঢেলে মুখ ঢেকে রাখুন।

৩। যেকোনও সময়ে ওই মিশ্রণ ময়শ্চারাইজ়ার হিসাবে ব্যবহার করতে পারেন। হালকা হাতে ত্বকে লাগিয়ে নিন।

কী কী উপকার?

গ্রিন টি ত্বককে অ্যান্টি অক্সিডেন্ট জোগায়। ত্বক দূষণ মুক্ত থাকে। মধু ত্বককে আর্দ্র রেখে উজ্জ্বল দেখায়। লেবুতে থাকা ভিটামিন সি ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

Advertisement
আরও পড়ুন