Malaika Arora Khan

শীতকাল পড়ার আগে ঝটিতি সৈকত সফর! কেমন পোশাক পরবেন, শিখিয়ে দিলেন মলাইকা

সমুদ্র সৈকতে কিছুদিন আগে একটি ফটোশুট করেছিলেন মলাইকা। সেই শুটের বিভিন্ন পোশাকে তাঁর ছবি সম্প্রতি নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেই সব পোশাকে মলাইকার ছবি নজর কেড়েছে ফ্যাশন সমালোচকেদেরও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৬:১৮
মলাইকা আরোরা খান।

মলাইকা আরোরা খান। ছবি : ইনস্টাগ্রাম।

শীতকাল আসি আসি ভাব বাতাসে। নভেম্বর মাসও পড়ে গিয়েছে। বিদেশীরা এমন সময় আগাম শীতকালীন ‘ট্যান’ পেতে বেরিয়ে পড়েন সমুদ্র সৈকতে। রোদে ‘সেঁকে’ নেন ত্বক। এ দেশে যাঁদের সৈকতের চড়া রোদে আপত্তি, তাঁদের অনেকেই প্রাক-শীত পর্বে বালুচরে নরম উষ্ণতা মেখে নিতে সমুদ্রতীরে ঘুরতে আসেন। মলদিভস হোক বা মন্দারমণি, গোয়া হোক বা ইন্দোনেশিয়ার বালির সৈকত— কেমন হওয়া উচিত সেই সৈকত সফরের ফ্যাশন! প্রশ্নের জবাব দিতে ইনস্টাগ্রামে ‘বিচ ফ্যাশন’ গুরুরূপে অবতীর্ণ হয়েছেন অভিনেত্রী মলাইকা আরোরা খান।

Advertisement

সমুদ্র সৈকতে কিছুদিন আগে একটি ফটোশুট করেছিলেন মলাইকা। সেই শুটের বিভিন্ন পোশাকে তাঁর ছবি সম্প্রতি নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেই সব পোশাকে মলাইকার ছবি নজর কেড়েছে ফ্যাশন সমালোচকেদেরও। তাঁরা বলছেন, প্রাক-শীতের সৈকতভ্রমণের আদর্শ ফ্যাশন হতে পারে মলাইকার পোশাক। যা খুব বেশি খোলামেলা নয় অথচ তা সত্ত্বেও সৈকত ফ্যাশনের মূল ভাবনা থেকে বিচ্ছিন্ন নয়।

কী পরেছেন মলাইকা?

নীল রঙা সমুদ্রকে পিছনে রেখে মলদিভসের হলুদ বালিতে মলাইকা খুব বেশি রংচঙে পোশাক পরেননি। বিচ ফ্যাশন বললে প্রথমে যে উজ্জ্বল রঙের কথা মনে আসে, অভিনেত্রী সেই দিকেই যাননি। বদলে বেছে নিয়েছেন প্যাস্টেল শেডের পোশাক। হালকা আকাশি, গোলাপি, সমুদ্র সবুজ, হালকা বালি রঙের মিলমিশ দেখা গিয়েছে তাঁর লম্বা ঝুলের স্কার্টে।

ছবি: ইনস্টাগ্রাম।

আবার কোথাও মলাইকার পরনে বারোক প্রিন্টের হল্টারনেক বিকিনি। কোমরে চামড়ার বেল্ট। এর সঙ্গে কোমরে একটি ‘ফিশনেট’ অর্থাৎ মাছ ধরার জালের মতো দেখতে কাপড়ের পালাজ়াে পরেছেন অভিনেত্রী। খোলা চুলে তাঁকে দেখতে লাগছে, সমুদ্র থেকে উঠে আসা মৎসকন্যার মতো।

ছবি: ইনস্টাগ্রাম।

রঙিন ফুল ফুল ছাপের জাম্পস্যুটও পরেছেন মলাইকা। ফিনফিনে জালের কাপড়ের উপর বিডসের কাজ করা ফুলগুলি উজ্জ্বল। উজ্জ্বল অভিনেত্রীও। তবে অতটা নাটকীয়তা না চাইলে হালকা প্রিন্টেড জাম্পস্যুট পরা যেতে পারে।

ছবি: ইনস্টাগ্রাম।

Advertisement
আরও পড়ুন