শীতের পার্টিতে শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ় পরবেন? ছবি: সংগৃহীত।
শীতকাল মানেই জমজমাট পার্টির মরসুম। নানা উৎসব-অনুষ্ঠান লেগেই থাকবে। বিয়েবাড়িও কম থাকবে না। পার্টির সাজে সুন্দর শাড়ি পরে তখন আর শোয়েটার গলাতে বা শাল নিতে ইচ্ছে করবে না। অতএব ব্লাউজ়ই এমন পরতে হবে, যাতে বেশি ঠান্ডাও না লাগে এবং যে কোনও পার্টির আপনিই হয়ে ওঠেন মধ্যমণি।
শাড়ির সঙ্গে এখন বেশ রমরমিয়েই চলছে বিভিন্ন কাটের ব্লাউজ়। এমনকি জ্যাকেটও দিব্যি পরছেন কমবয়সিরা। দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালন থেকে সোনম কপূর, করিশ্মা কপূর জ্যাকেট কাটিং ব্লাউজ় অথবা শার্ট স্টাইল ব্লাউজ়ের নানা ধরনে সেজেছেন বিভিন্ন সময়ে। ব্রোকেডের ভারী কাজ করা ব্লাউজ় প্রায়ই পরতে দেখা যায় নীতা অম্বানীকে। ফুল হাতা ভেলভেটের ব্লাউজ়ে মোহময়ী লাগে দীপিকাকে।
সিল্কের সঙ্গে এখন ডেনিম জ্যাকেটও দিব্যি মানানসই। এ ক্ষেত্রে শাড়ি অবশ্যই বিপরীত রঙের হতে হবে। ফুল হাতা এমব্রয়ডারি ব্লাউজ়ও শীতের পার্টি বা অনুষ্ঠানে পরতে পারেন। বেনারসি হোক কিংবা কাঞ্জিভরম, সব ক্ষেত্রেই দেখতে সুন্দর লাগবে।
কাঁথা স্টিচ, হ্যান্ডলুম বা যে কোনও টেক্সচারের শাড়ির সঙ্গেই এখন জ্যাকেট ব্লাউজ় পরা যায়। জরির কাজ করা চান্দেরি কাজের জ্যাকেট ব্লাউজ় যে কোনও অনুষ্ঠানের জন্যই মানানসই। ফুলহাতা জুয়েল নেক ব্লাউজ়ও এখন ফ্যাশনে ‘ইন’। গলার কাছে ভারী কাজ থাকে যাতে আর গয়না পরার দরকার হয় না।
ঐশ্বর্যা রাই বচ্চন শাড়ির সঙ্গে অনেকবারই পরছেন আচকান বা বন্ধ-গলা ব্লাউজ়। এতে লুকে রাজকীয় আভিজাত্যও আসবে এবং শরীর ঢাকা থাকায় শীতের পার্টিতেও আরামও হবে। চেহারা যদি ভারী হয়, তা হলে একটু লম্বা ঝুলের কোটও পরা যায় শাড়ির সঙ্গে। তাতে মেদও ঢাকা পড়বে আর দেখতেও ভাল লাগবে।