Kareena Kapoor Khan

দেড়লাখি লাল গাউনে চমকে দিলেন করিনা! কিন্তু নিজেও অস্বস্তিতে পড়লেন কি?

গাউনটি করিনার জন্য বিশেষ ভাবে নকশা করেছেন পোশাকশিল্পী আলিনা আনওয়ার। তাঁর ওয়েবসাইট বলছে, গাউনটির দাম ১ লক্ষ ৫৮ হাজার টাকা। তবে দেড়লাখি ওই গাউন পরে কেন অস্বস্তিতে করিনা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২০:২৩

ছবি : ইনস্টাগ্রাম।

বলিউডে দু’ যুগ পার করে ফেলেছেন। তবু করিনা কপূর খানের ‘ম্যাজিক’ এখনও অটুট। তিনি বিনা মেক আপে পর্দায় হাজির হোন বা সেজেগুজে আসুন, তাঁকে দেখে আজও মুগ্ধ হন অনুরাগীরা। সম্প্রতি সেই করিনাই একটি টুকটুকে লাল রঙের গাউন পরে এসেছিলেন একটি অনুষ্ঠানে। ফ্যাশন সমালোচকেরা বলছেন, ওই পোশাকে করিনাকে দেখে তাঁদের হৃৎস্পন্দন কিছু ক্ষণের জন্য থমকে গিয়েছিল! লাল গাউনে করিনার ভিডিয়ো আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সেই ভিডিয়ো দেখে অবশ্য ভক্তদের একাংশ একটি অন্য পর্যবেক্ষণও জানিয়েছেন। অনেকেই বলছেন, খোলামেলা ওই গাউন পরে করিনার কিছুটা অস্বস্তি হচ্ছিল বলেই মনে হয়েছে তাঁদের।

Advertisement

লাল রঙের ওই গাউনটির গলার অংশটি অনেকটাই গভীর। গায়ের সঙ্গে প্রায় লেপটে থাকা নরম কাপড় কোমর পর্যন্ত ফিটেড। তবে উরু থেকে দু‌‌’ভাগ হয়েছে গাউনের কাপড়। তাতে স্পষ্ট হয়েছে করিনার সুগঠিত বাঁ পা এবং পায়ে পড়ে সরু সোনালি স্ট্র্যাপের স্টিলেটো। গাউনের সঙ্গে করিনার কাঁধ থেকে নেমেছে মাটি ছোঁয়া কেপ। গাউনটি করিনার জন্য বিশেষ ভাবে নকশা করেছেন পোশাকশিল্পী আলিনা আনওয়ার। তাঁর ওয়েবসাইট বলছে, গাউনটির দাম ১ লক্ষ ৫৮ হাজার টাকা। তবে দেড়লাখি ওই গাউন পরে কেন অস্বস্তিতে করিনা?

ইনস্টাগ্রামে ভাইরাল একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন করিনা। তার আগে ফোন এবং কেপের একটি প্রান্ত দিয়ে আড়াল করছেন বক্ষ বিভাজিকা। নেটাগরিকদের অনেকেই সেই ভিডিয়ো দেখে প্রশ্ন তুলছেন, ‘‘এমন পোশাক পরা কেন! যাতে জন সমক্ষে থাকতে অস্বস্তি হয়!’’ করিনা নিজেও ওই পোশাকের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেননি।

Advertisement
আরও পড়ুন