Carrot Face Pack

রোজ ত্বকের ক্ষতি করে সূর্য, ‘ছাতা’ হয়ে বাঁচাতে পারে গাজর! কী ভাবে ব্যবহার করবেন?

গাজরে থাকা বেটা ক্যারোটিন এবং ক্যারোটেনয়েড ত্বককে সূর্যের অতি বেগনি রশ্মি থেকেও রক্ষা করে। রোদে জ্বলে যাওয়া রং পুনরুদ্ধারে সাহায্য করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৯:০৫

ছবি : সংগৃহীত।

যতই ত্বকের যত্ন নিন, রোদে বেরোলে আর সানস্ক্রিনের ব্যবহার না করলে ত্বকের ক্ষতি হবেই। আবার সানস্ক্রিন লাগানোরও কিছু নিয়ম কানুন রয়েছে, তা না মানলেও লাভ হবে না। যাঁরা নিয়ম মেনে ত্বকের পরিচর্যা করতে পারেন না, তাঁদের ত্বকের ‘বন্ধু’ হতে পারে গাজর। রূপটান শিল্পীরা বলছেন, গাজর যেমন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে পারে, তেমনই জ্বলে যাওয়া ত্বককে উজ্জ্বলও বানাতে পারে।

Advertisement

কী ভাবে কাজ করে?

গাজরে আছে বেটা কেরোটিন, ভিটামিন সি, ভিটামিন কে এবং ডায়েটারি ফাইবার। এই সমস্ত উপাদানই ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। ত্বকের সমস্যাও দূর করতে পারে। এ ছাড়া গাজরে থাকা বেটা ক্যারোটিন এবং ক্যারোটেনয়েড ত্বককে সূর্যের অতি বেগনি রশ্মি থেকেও রক্ষা করে। রোদে জ্বলে যাওয়া রং পুনরুদ্ধারে সাহায্য করে।

কী ভাবে বানাবেন রূপটান?

দু’টি গাজরকে প্রেসার কুকারে সিদ্ধ করে নরম করে নিন। এ বার ভাল করে চটকে ঠান্ডা হতে দিন। ঘরের সাধারণ তাপমাত্রায় এলে ওতে এক চা চামচ মধু, অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে নিন। তা হলেই তৈরি গাজরের রূপটান।

কী ভাবে ব্যবহার করবেন?

প্রথমে ভিজে তুলো দিয়ে মুখ পরিষ্কার করুন। এ বারে মিশ্রণটি দিয়ে মুখে পাতলা আস্তরণ তৈরি করুন। কিছু ক্ষণ থাকার পরে অল্প শুকিয়ে এলেই জল দিয়ে মুখ ভিজিয়ে ঘষে মুখ পরিষ্কার করুন। পরিষ্কার করার পরে অল্প থুপে থুপে মুখ মুছে ফেলুন। তার পরে মুখে কোনও জেল বেসড ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন।

আরও পড়ুন
Advertisement