Brooch

ফ্যাশনে নতুন করে ফিরছে ব্রোচ! বিয়ের মরসুমে হাতের কাছে রাখলে সাজে বাকিদের টেক্কা দিতে পারেন

ব্রোচ মাঝে কিছু দিনের জন্য ফ্যাশন থেকে বিদায় নিলেও সম্প্রতি নতুন করে ফিরে এসেছে। কিন্তু ব্রোচ পরার কিছু নিয়ম আছে। স্টাইলিস্টরা বলছেন ব্রোচ পরার আগে অন্তত তিনটি মাথায় রাখা জরুরি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৮:৫৬
সোনাম কপূর। করণ জোহরও ব্রোচ পরতে ভালবাসেন।

সোনাম কপূর। করণ জোহরও ব্রোচ পরতে ভালবাসেন। —ফাইল চিত্র।

এক কালে ফ্যাশনে চল ছিল ব্রোচের। ষাট কিংবা সত্তরের দশকে নারী পুরুষ নির্বিশেষে ব্রোচ পরার চল ছিল। শাড়ি হোক বা কোর্টের লেপেল— ব্রোচের সূক্ষ্ম শিল্পকর্ম শৌখিন নারী-পুরুষের সাজে আলাদা মাত্রা যোগ করত। সেই ব্রোচ মাঝে কিছু দিনের জন্য ফ্যাশন থেকে বিদায় নিলেও সম্প্রতি নতুন করে ফিরে এসেছে। সামনে বিয়ের মরসুম। ব্রোচ পরে বিয়েবাড়ির সাজগোজে বাকিদের টেক্কা দিতে পারেন আপনিও। কিন্তু ব্রোচ পরার কিছু নিয়ম আছে। স্টাইলিস্টরা বলছেন ব্রোচ পরার আগে অন্তত তিনটি মাথায় রাখা জরুরি।

Advertisement

ব্রোচ পরার নিয়ম

১। পুরুষ বা নারী— ব্রোচ যিনিই পরবেন, তিনি অবশ্যই পরবেন পোশাকের বাঁ দিকে। এই নিয়ম আদতে এসেছে সেনাবাহিনীদের মেনে চলা নিয়ম থেকে। সেনারা তাঁদের পরিধানের উপরে বুকের বাঁদিকে মেডেল বা ব্যাজ পরেন। ডান দিক ফাঁকা রাখেন স্যাল্যুটের জন্য। ওই ভাবনা থেকেই বাঁ দিকে ব্রোচ পরার নিয়ম চলে আসছে। ব্রোচ যেহেতু ধ্রুপদী স্টাইল, তাই ফ্যাশন দুনিয়াও নিয়ম মেনে পরাকেই মান্যতা দেয়।

২। ব্রোচ একাধিক পরা যেতে পারে। তবে একাধিক ব্রোচ পরলে সব সময় অসম সংখ্যাক ( যেমন ৩-৫-৭) ব্রোচ পরা উচিত।

৩। যদি নিয়মিত ব্রোচ পরার ভাবনা থাকে বা পরেন তবে ব্রোচের নকশা হবে হালকা। আকারেও ছোট হবে। আর যদি কোনও বিশেষ সান্ধ্য অনুষ্ঠানে ব্রোচ পরেন, তবে সেই ব্রোচের আকার হবে বড়। নকশাদার। যাতে সেই ব্রোচই হয় সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন
Advertisement