Sweater

Recycling old clothes: এ যেন ছিল বেড়াল হয়ে গেল রুমাল! পুরোনো সোয়েটার হয়ে উঠুক নতুন জামা

আলমারিতে জমতে থাকা পুরনো সোয়েটারেকে বদলে বানিয়ে ফেলুন হাল-ফ্যাশনের নতুন জামায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১২:৪৫
সোয়েটার কেটে ব্যাক ওপেন টপ।

সোয়েটার কেটে ব্যাক ওপেন টপ। ছবি: সংগৃহীত

জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। আলমারিতে ডাঁই হয়ে থাকা সোয়েটারগুলি গায়ে চাপতে শুরু করেছে। হাল-ফ্যাশনের সোয়েটার সকলের কাছেই আছে তাই বলে পুরোনো সোয়েটারগুলি রং ফিকে হয়ে গিয়েছে বলে কি ফেলে দেবেন? এই শীতে শীতপোশাকে নতুনত্ব আনতে পুরোনো সোয়েটার দিয়েই বানিয়ে নিন নতুন পোশাক।

পুরোনো সোয়েটার কেটে ব্যাক ওপেন টপ:

Advertisement

পুরোনো শীতের পোশাককে কেতাদুরস্ত করে তুলতে চাইলে সোয়েটারের পিছনের অংশটি কেটে নিন। পিছনের ফাঁকা অংশটিতে ক্রিসক্রস আকারে দুটি স্ট্র্যাপ দিয়ে একটি বো বেঁধে নিন।

সোয়েটার থেকে স্কার্ট।

সোয়েটার থেকে স্কার্ট। ছবি: সংগৃহীত

পুরোনো সোয়েটার থাকলে তা কেটে বানিয়ে নিতে পারেন উলের স্কার্ফ।

পুরোনো সোয়েটার থাকলে তা কেটে বানিয়ে নিতে পারেন উলের স্কার্ফ। ছবি: সংগৃহীত

সোয়েটার থেকে স্কার্ফ:

বাড়িতে উলের কোনও পুরোনো সোয়েটার থাকলে তা কেটে বানিয়ে নিতে পারেন উলের স্কার্ফ।

সোয়েটার থেকে স্কার্ট:

অনেকদিনের পুরনো রংচঙে সোয়েটার থাকলে সোয়েটারের বুকের উপরের অংশ থেকে হাতা সমেত কেটে নিন। কয়েকটি বোতাম কোমরের কাছে লাগিয়ে নিতে পারেন।

পুরোনো সোয়েটার হয়ে উঠুক ফিউশন ড্রেস:

অনেকদিন আগের একটি সোয়েটারেও আনতে পারেন ফিউশনের ছোঁয়া। সোয়েটারের সামনে থেকে এক পাশে কেটে নিন। ফাঁকা অংশটিতে লাগিয়ে নিতে পারেন অন্য পোশাকের অংশ। অথবা হাঁটু ঝুল কোনও জামার উপরেও পরতে পারেন এই সোয়েটারটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement