DIY dry shampoo

বিয়েবাড়ি যাবেন অথচ শ্যাম্পু করার সময় নেই? ৩টি উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন ড্রাই শ্যাম্পু

বাজারে যে সব ড্রাই শ্যাম্পুগুলি পাওয়া যায় সেগুলির দাম হয় আকাশ ছোঁয়া। অথচ মাত্র ৩টি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এমন শ্যাম্পু।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১০:১৫
১ মিনিটেই বাড়িতে বানিয়ে ফেলুন ড্রাই শ্যাম্পু।

১ মিনিটেই বাড়িতে বানিয়ে ফেলুন ড্রাই শ্যাম্পু। ছবি: শাটারস্টক।

চুল তেলতেলে হয়ে গিয়েছে। শ্যাম্পু না করলেই নয়। বিয়েবাড়িতে সকলের নজর কাড়বেন ভেবেছিলেন অথচ শ্যাম্পু করার সময় নেই। ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছে। এই সব দিনে ড্রাই শ্যাম্পু আশীর্বাদ মনে হয়। তবে বাজারে যে সব ড্রাই শ্যাম্পু পাওয়া যায় সেগুলির দাম হয় আকাশছোঁয়া। অথচ মাত্র ৩টি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এমন শ্যাম্পু।

Advertisement

উপকরণ

অ্যারারুট বা কর্নস্টার্চ: ১/৪ কাপ

কোকো পাউডার: ১/৪ কাপ

এসেনশিয়াল অয়েল: ৫-১০ ফোঁটা

পদ্ধতি

১) একটি পাত্রে সমস্ত উপকরণ মিশিয়ে নিন।

২) তার পর চুলের জন্যে প্রয়োজনীয় কিছু এসেনশিয়াল অয়েল, যেমন ল্যাভেন্ডার, রোজ়মেরি বা টি ট্রি মিশিয়ে নিতে পারেন। তবে এসেনশিয়াল অয়েল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, অতিরিক্ত অয়েল ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে।

৩) এ বার বায়ুরোধী কাচের শিশিতে এই মিশ্রণ ঢেলে রেখে দিতে পারেন। প্রিজ়ারভেটিভ দেওয়া না থাকলেও ড্রাই শ্যাম্পু চট করে নষ্ট হওয়ার ভয় থাকে না।

কী ভাবে ব্যবহার করবেন ড্রাই শ্যাম্পু?

১) প্রথমে চিরুনি দিয়ে চুল ভাল করে আঁচড়ে নিন।

২) তার পর সিঁথি ভাগ করে ব্রাশের সাহায্যে ওই মিশ্রণ মাথায় ছড়িয়ে দিন।

৩) হাত দিয়ে মাথার ত্বকে মিশিয়ে দিন। খানিক ক্ষণ অপেক্ষা করুন।

৪) অতিরিক্ত গুঁড়ো মাথা থেকে ঝেড়ে ফেলে দিন।

ব্যস্ত দিনে চুলের সাজের সঙ্গে আপস করতে না চাইলে এই ঘরোয়া উপায়ে তৈরি ড্রাই শ্যাম্পুটি কিন্তু দারুণ কাজের।

Advertisement
আরও পড়ুন