shaving

Skin Care: দাড়ি কামানোর পরেই গালে জ্বালা করে? কী করলে আরাম মিলবে

বিশেষ করে শীতকালে দাড়ি কামানোর পর তাই ত্বকে জ্বালা ভাবও দেখা দিতে পারে। তা থেকে মুক্তি পেতে কী করা যায়?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ২১:২৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কর্পোরেট সংস্থায় কাজ করেন। প্রতিদিন কাজে যাওয়ার আগে দাড়ি কামাতেই হয়। রোজ গালে ব্লেড ছোঁয়ানোর ফলে ত্বক খড়খড়ে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শীতকালে দাড়ি কামানোর পর তাই ত্বকে জ্বালা ভাবও দেখা দিতে পারে। তা থেকে মুক্তি পেতে কী করা যায়?

এমন ক্ষেত্রে ত্বকের জ্বালা ভাব কাটানোর নির্দিষ্ট কোনও উপায় না থাকলেও, কয়েকটি কাজ খেয়াল করে করাই যেতে পারে।

Advertisement
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১) ত্বক যাতে বেশি শুষ্ক না হয়ে যায়, সে দিকে খেয়াল রাখুন। সকালে দাড়ি কামানোর পরিকল্পনা থাকলে আগের রাতে মুখে ভাল ভাবে ময়শ্চারাইজার মাখুন। ত্বক আর্দ্র থাকবে।

২) তুলনামূলক লম্বা দাড়ি কাঁচি দিয়ে প্রথমে ছেঁটে নিন। লম্বা দাড়িও রেজর দিয়ে কাটতে গেলে গালের এক-একটি অংশে একাধিক বার ব্লেড ছোঁয়াতে হবে। ফলে ক্ষত তৈরি হওয়ার আশঙ্কা বেশি থাকবে।

৩) দাড়ি কামানোর সময়ে কোন ক্রিম ব্যবহার করেন? চেষ্টা করুন, যে সব ক্রিমে বেশি ফেনা হয়, তা ব্যবহার করতে। তবে ত্বক মোলায়েম থাকবে।

৪) দাড়ি কাটার পর অবশ্যই অ্যালো ভেরা জেল বা ভারী কোনও ময়শ্চারাইজার গালে মাখুন। তা হলে প্রথমেই অনেকটা নিয়ন্ত্রিত হবে জ্বালা ভাব।

Advertisement
আরও পড়ুন