Hand Cream

খসখসে হাত নরম রাখতে কোন ক্রিম ভাল হবে, কেনার আগে জেনে নিন

দিনভর কাজকর্ম করে খসখসে হয়ে পড়েছে হাতের তালু? হাতের জন্য আলাদা ক্রিম পাওয়া যায়। বাজারচলতি অসংখ্য ক্রিমের জন্য কোনটি আপনার উপযুক্ত, কী ভাবে বুঝবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৩
খসখসে হাত সুন্দর  থাকবে ক্রিমে। কিন্তু কোন ক্রিম কিনবেন?

খসখসে হাত সুন্দর থাকবে ক্রিমে। কিন্তু কোন ক্রিম কিনবেন? ছবি:ফ্রিপিক।

মুখের জন্য ময়েশ্চারাইজ়ার আছে, শরীরের জন্যও রয়েছে বডি লোশন। কিন্তু হাতের জন্য? খসখসে হাতের জন্য কি মুখে মাখার ক্রিম বা গায়ে মাখার লোশন মেখে ফেলা যায়?

Advertisement

হেঁশেল ঠেলতে গিয়ে মহিলাদের বার বার হাত ধোয়াধুয়ি করতে হয়। বাসন মাজা, বার বার হাত ধোয়ার ফলে হাতের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। শুধু রান্নাঘরের কাজ নয়, অফিস হোক ঘরের কাজ, অনেকেরই হাতের তালু ভীষণ খসখসে হয়। হাত শুকিয়ে যায়। চামড়ায় টান ধরে।

এমন সমস্যার সমাধানেই বাজারে মেলে হ্যান্ড ক্রিম, যা মুখ্যত হাতের যত্নেই তৈরি। এতে থাকা বিভিন্ন উপাদান ত্বকে ময়েশ্চারাইজ়ার ধরে রাখতে সাহায্য করে। হাতের বিশেষ যত্ন নেয়। কিন্তু হাতের জন্য কোন ক্রিম কিনবেন?

হাতের ক্রিমে বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয়। তার মধ্যে গ্লিসারিন, শিয়া বাটার, সেরামাইডস, হাইলুরোনিক অ্যাসিড, ভিটামিন ই, অ্যালো ভেরা থাকলে সেই ধরনের ক্রিম বেছে নিতে পারেন। তবে, অ্যালোকোহল, প্যারাবেন, সোডিয়াম লরিয়াল সালফেটের মতো উপকরণগুলি ত্বকের পক্ষে ভাল নয়। কেনার সময় প্রথমেই তাই উপকরণে চোখ বোলানো দরকার।

শুষ্ক ত্বকের জন্য: অনেকের ত্বক বছরভরই শুষ্ক। তাঁদের হাতও শুষ্ক হয়। অতিরিক্ত শুষ্কতার সমস্যা থাকলে সেরামাইড, হাইলুরোনিক অ্যাসিড, শিয়া বাটার রয়েছে, এমন ক্রিম বেছে নিন।

তৈলাক্ত ত্বক: শীতের দিনে হাত যতটা খসখসে হয়, গরমে কিন্তু তেমনটা হয় না। আবার যাঁদের ত্বক তৈলাক্ত প্রকৃতির, তাঁদের হাতের ত্বকও খুব বেশি শুষ্ক হয় না। এ ক্ষেত্রে অ্যালো ভেরা দেওয়া ক্রিম বেছে নেওয়া যায়। গ্লিসারিন যুক্ত ক্রিমও ব্যবহার করা চলে।

স্পর্শকাতর: স্পর্শকাতর ত্বক হলে ক্যামোমাইল, ওট্স, অ্যালো ভেরা যুক্ত হাতের ক্রিম বেছে নিতে পারেন।

কী ভাবে মাখবেন?

সাবান অথবা বডি শ্যাম্পু দিয়ে হাত পরিষ্কার করে মুছে নিন। তার পর হাতের আঙুল, চেটো থেকে কনুই পর্যন্ত ভাল করে ক্রিম মেখে নিন।

Advertisement
আরও পড়ুন