Hair care

Honey: মধু শুধু রূপচর্চায় কাজে লাগে না, যত্ন নেয় চুলেরও

চুল রুক্ষ হয়ে গিয়েছে? কোমলতার রহস্য লুকিয়ে আছে মধুতে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৭:৩০
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

একটু একটু করে শীত পড়ছে। বাতাসে কমছে আর্দ্রতার পরিমাণ। এই সময়ে চুলের অতিরিক্ত যত্ন প্রয়োজন। বহু কাল ধরেই রূপচর্চায় মধু ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু চুলের জন্যেও মধু উপকারী। বিশেষ এই মরসুমে। কী ভাবে? রইল সন্ধান।

১) শ্যাম্পু করার পরে বাজার চলতি কন্ডিশনার মাখার দরকার নেই। বরং এক মগ জলে এক চামচ মধু মিশিয়ে মাখলে চুল নরম হতে পারে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

২) অনেক সময়ে চুল রুক্ষ দেখায়। টক দই আর মধু মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিন হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক ব্যবহার করার পরে রাসায়নিক বিহীন শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। চুল মসৃণ হবে।

Advertisement
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

৩) অলিভ অয়েলে মধু মিশিয়ে চুলে লাগাতে পারেন। চুলের পুষ্টিতে সাহায্য করবে এই তেল। তা ছাড়া মধু নানা ধরনের সংক্রমণ প্রতিহত করে। ফলে চুলের গোড়ার স্বাস্থ্য ভাল হয় এতে।

৪) চুল যদি খুব শুষ্ক হয়, সেক্ষেত্রে মধু আর ডিমের প্যাক খুবই কাজে দেয়। মধু, ডিম আর বাদাম তেল মিশ্রিত এই প্যাক চুলকে নরম করে।

৫) অ্যাপ্‌ল সিডার ভিনিগার ও মধু এক সঙ্গে মিশিয়ে মাথার তালুতে মাখা যেতে পারে। মিশ্রণটি নতুন চুল গজাতে সাহায্য করবে।

আরও পড়ুন
Advertisement