Homemade Hair Pack

ঘরোয়া উপাদান দিয়ে তৈরি প্যাকেই চুল ঝরে পড়া আটকাতে পারেন, তার জন্য কী কী লাগবে জানেন?

পুজোর সময়েও যদি সমানে চুল ঝরে পড়তে থাকে, সে ক্ষেত্রে কোনও কায়দাই তো করতে পারবেন না। শাড়ি পরে চুল খুলে রাখতে গেলেও অস্বস্তি হবে। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় কী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৮
Image of Hair Pack.

— প্রতীকী চিত্র।

সারা বছর নিজের দিকে তাকানোর বিশেষ সময় পাননি। মাঝেমধ্যে প্রয়োজন হলে সালোঁয় গিয়ে একটু ত্বকচর্চা করে আসেন। কিন্তু পুজোর সময়ে তো আর এমন গা-ছাড়া ভাব মেনে নেওয়া যায় না। তাই সময় থাকতেই পরিচর্যা শুরু করতে হয়। পুজোর সময়ে যে চুলে কায়দা করবেন, মাথায় তো চুল থাকতে হবে। চুল ঝরে পড়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে দামি প্রসাধনী ব্যবহার করছেন। কিন্তু ব্যবহার বন্ধ করলেই চুল ঝরে পড়ার পরিমাণ যে কে সেই। তবে অভিজ্ঞরা বলছেন, এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু উপাদান দিয়ে তৈরি প্যাক ব্যবহার করে দেখা যেতে পারে।

Advertisement

কী কী দিয়ে তৈরি করবেন এই ঘরোয়া প্যাক?

১) প্রথমে একটি পাকা কলা ভাল করে চটকে মিহি পেস্ট তৈরি করে নিন।

২) এর মধ্যে মিশিয়ে নিন ১ থেকে ২ টেবিল চামচ মধু।

৩) সঙ্গে মিশিয়ে নিন ১ থেকে ২ টেবিল চামচ অলিভ অয়েল।

৪) যদি চুল খুব শুষ্ক হয়, সে ক্ষেত্রে একটি ডিম ভেঙে মিশিয়ে নিতে পারেন।

৫) ভাল করে মিশিয়ে নিয়ে মাথায় মেখে রাখুন আধঘণ্টা। চাইলে একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখতে পারেন।

৬) কিছু ক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। কন্ডিশনার ব্যবহার না করলেও চলবে।

Advertisement
আরও পড়ুন