কিয়ারার মতো জেল্লা আসবে ভিটামিন সমৃদ্ধ ৩ ঘরোয়া ফেসপ্যাকে। ছবি: সংগৃহীত।
উৎসবের নাম যাই হোক, উদ্যাপনে কোনও খামতি রাখে না বাঙালি। খাওয়াদাওয়া থেকে সাজগোজ, সব কিছুই নিপুণ ভাবে করতে না পারলে ঠিক স্বস্তি হয় না। খাওয়াদাওয়া তো আছেই, তবে উৎসবের অন্যতম অঙ্গ হল সাজগোজ। বড়দিন উপলক্ষে অনেকেরই নানা পরিকল্পনা থাকে। সাজ নিয়েও থাকে ভাবনাচিন্তা। ত্বকে জেল্লা আনতে প্রসাধনী তো থাকছেই, তবে ত্বক যদি ভিতর থেকে জমকালো হয়, তা হলে প্রসাধনের পরতের দরকার পড়ে না। বড়দিনের উৎসবে মেতে ওঠার আগে এখনও কিছুটা সময় আছে। শীতের মরসুমে রুক্ষ ত্বকে কী ভাবে চটজলদি জেল্লা আনবেন ভাবছেন? বাড়িতেই বানিয়ে ফেলুন ৩টি ভিটামিন সমৃদ্ধ ফেসপ্যাক। মিনিট খানেকের মধ্যেই পাবেন নায়িকাদের মতো ঝলমলে ত্বক।
কলা-মধুর ফেসপ্যাক: একটি পাকা কলা মিক্সিতে খোসা ছাড়িয়ে মিক্সিতে ঘুরিয়ে নিন। বাটিতে কলার মিশ্রণ ঢেলে নিয়ে তার সঙ্গে এক টেবিল চামচ মধু আর এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন ভাল করে। মুখে প্যাকটি মেখে রাখুন ১৫-২০ মিনিটের জন্য। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ভিটামিন এ, বি, ই সমৃদ্ধ কলা ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ় করে, মধুর অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ব্রণর সমস্যা দূর কপতে সাহায্য করে।
স্ট্রবেরি-দইয়ের ফেসপ্যাক: একটি পাত্রে ৩টি স্ট্রবেরি নিয়ে ভাল করে চামচ দিয়ে চটকে নিন। তার পর স্ট্রবেরির ক্বাথে ১ টেবিল চামচ টক দই আর ১ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এ বার প্যাকটি মুখে মেখে নিয়ে মিনিট ১৫ অপেক্ষা করুন। তার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেললেই পাবেন জেল্লাদার ত্বক। স্ট্রবেরিতে ভাল মাত্রায় ভিটামিন সি থাকে যা ত্বককে টনটান করে, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে।
পেঁপে এবং অ্যালো ভেরার ফেসপ্যাক: শীতে ত্বকের যত্ন নিতে সিদ্ধহস্ত পেঁপে। এই ফলে থাকা বিভিন্ন ধরনের উপাদান ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। সেই সঙ্গে যদি জুটি বাঁধে অ্যালো ভেরা, তা হলে সুফল পেতে বাধ্য। একটি পাত্রে এক চামচ অ্যালো ভেরা এবং কয়েক টুকরো পাকা পেঁপে নিন। এ বার দু’টিকে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। একটি থকথকে মিশ্রণ তৈরি হলে ত্বকে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে ধুয়ে নিন। পেঁপেতে ভিটামিন এ, ই, সি থাকে যা ত্বকের জেল্লা আনতে সাহায্য করে।