Tan Removing Pack

রোদে ভাজা পায়ের পাতা আর ত্বক? তুলতে ব্যবহার করুন এই পাঁচ উপাদান

দিনের বেলা স্কুল, কলেজ, বাজার যেখানেই যান না কেন রোদ লাগবেই। পায়ের পোড়া দাগ উঠবে কী ভাবে?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ২১:৪১
Symbolic image of tanned feet

রোদ লেগে কিন্তু শুধু মুখ বা হাত নয়, পায়ের পাতাতেও ট্যান পড়ে। ছবি- সংগৃহীত

গরম পড়তে না পড়তেই রোদের তেজ বাড়তে শুরু করেছে। ঘর থেকে বাইরে না বেরিয়ে তো থাকতে পারবেন না। দিনের বেলা স্কুল, কলেজ, বাজার যেখানেই যান না কেন রোদ লাগবেই। রোদ লেগে কিন্তু শুধু মুখ বা হাত নয়, পায়ের পাতাতেও ট্যান পড়ে। পায়ের পাতা থেকে রোদে পোড়া দাগ সহজে তোলার ঘরোয়া টোটকা রইল এখানে।

Advertisement

পায়ের পাতা থেকে রোদে পোড়া দাগ তোলার জন্য ঘরোয়া কোন কোন উপাদান দিয়ে প্যাক বানাবেন?

১) কাঁচা হলুদ: ১ চা চামচ

২) মুসুর ডাল বাটা বা বেসন: ১ টেবিল চামচ

৩) টকদই: ১ টেবিল চামচ

৪) পাতিলেবুর রস: ১ চা চামচ

৫) মধু: ১ চা চামচ

Image of Haldi, curd and honey

স্নানের আগে দুটি পায়ের পাতায় মেখে রাখুন এই সব উপাদান। ছবি- সংগৃহীত

প্রথমে একটি বাটিতে সমস্ত উপকরণ নিয়ে ভাল করে মিশিয়ে নিন। স্নানের আগে দুটি পায়ের পাতায় মেখে রাখুন। কিন্তু খেয়াল রাখবেন যেন পুরোপুরি শুকিয়ে না যায়। অর্ধেক শুকনো হলেই জল দিয়ে ধুয়ে ফেলুন। তার পর বাইরে বেরোতে হলে সানস্ক্রিন মাখতে কিন্তু ভুলবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement