হেনা ব্যবহারের কলাকৌশল। ছবি: সংগৃহীত।
প্রকৃতির নিয়মে বয়স বাড়ে। চুলে পাক ধরে। ধূসর চুল অনেকেরই মনোবেদনার কারণ হয়ে ওঠে। পাক ধরা চুল যত ক্ষণ কালো রঙে ঢাকছে, তত ক্ষণ মনের মধ্যে আকুলি-বিকুলি চলতে থাকে। চুলের ধূসরতা ঢাকতে অনেকেই বাজারচলতি হেনা ব্যবহার করেন। তাতে সাময়িক সুফল মেলে। কিন্তু দীর্ঘস্থায়ী উপকার পেতে হেনার সঙ্গে মেশাতে হবে কিছু উপকরণ।
হেনা, লেবু এবং কফি
হেনা পাউডার দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন দারুণ হেয়ার মাস্ক। হেনার সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস, কফি পাউডার। এই তিন উপকরণ ভাল করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে চুলে মাখুন। শুকিয়ে এলে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
হেনা এবং অ্যালো ভেরা
হেনার সঙ্গে মিশিয়ে নিতে পারেন অ্যালো ভেরা। এক কাপ হেনা পাউডারের সঙ্গে আধ কাপ অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ২-৪ ঘণ্টা অপেক্ষা করুন। তার পর গরমজলে ধুয়ে নিন। চুল কালো হওয়ার পাশাপাশি মজবুতও হবে।
হেনা এবং নারকেল তেল
হেনা পাউডারের সঙ্গে নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন প্রথমে। এই মিশ্রণটি চুলে মেখে ঘণ্টা খানেক অপেক্ষা করুন। তার পর শ্যাম্পু করে নেওয়া যেতে পারে। নারকেল তেলে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে নির্দিষ্ট পরিমাণে। চুলে পুষ্টি জোগাতেও এই মাস্কের জুড়ি মেলা ভার।
হেনা, আমলকির রস এবং গ্রিক ইয়োগার্ট
এই তিন উপকরণ চুলে আনবে জেল্লা। হেনা পাউডারের সঙ্গে আমলকির রস এবং গ্রিক ইয়োগার্ট মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণটি চুলে ভাল করে মেখে অপেক্ষা করুন ১-২ ঘণ্টা। শুকিয়ে গেলে ধুয়ে নিন।