Fashion Hacks

চড়া মেকআপ পছন্দ নয়, কেবল ঠোঁট রাঙিয়েই ভিড়ের মাঝে হয়ে উঠুন অনন্যা

লিপস্টিক পরলেও অনেকে তা বেশি ক্ষণ ধরে রাখতে পারেন না। লিপস্টিক কেবল পরলেই হল না, ঠোঁটে আত্মবিশ্বাসের রং ফুটিয়ে তুলতে চাই দক্ষতাও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৮:৫৯
ঠোঁট রাঙিয়েই নজরে আসুন সবার।

ঠোঁট রাঙিয়েই নজরে আসুন সবার। ছবি: সংগৃহীত।

ঠোঁট রাঙিয়ে নিতে পছন্দ করেন কমবেশি সব মেয়েই। মায়েদের দেখাদেখি কখন যে লিপস্টিক মেয়েরও বন্ধু হয়ে ওঠে, তা টের পাওয়া মুশকিল। ছোটবেলার কাঁপা কাঁপা হাতে লিপস্টিক পরেই আয়নার সামনে দাঁড়াত যেই মেয়ে, সে-ই এখন সুচারু শিল্পী। তবে লিপস্টিক পরলেও অনেকে তা বেশি ক্ষণ ধরে রাখতে পারেন না। লিপস্টিক কেবল পরলেই হল না, ঠোঁটে আত্মবিশ্বাসের রং ফুটিয়ে তুলতে চাই দক্ষতাও।

Advertisement

রাঙানো ঠোঁটেই নজর কাড়বেন কী করে?

১) কেবল লিপস্টিক লাগালে চলবে না, সবার আগে লিপলাইনার দিয়ে ঠোঁটের চারপাশে বুলিয়ে নিন। তার পরে একটা ব্রাশ দিয়ে ঠোঁটের ভিতরটা লিপস্টিক দিয়ে ভর্তি করুন। লিপস্টিকের থেকে লিপলাইনারের রং এক শেড গাঢ় রাখুন।

২) ঠোঁট মোটা কিংবা বড় দেখাতে চাইলে ঠোঁটের ধার বরাবর নয়, সামান্য বাইরের দিক থেকে লিপলাইটার পরুন।

৩) ঠোঁটের সাজেই নজর কাড়তে চাইলে গাঢ় রঙের ম্যাট লিপস্টিক বেছে নিন। ন্যুড শেড কিংবাা গ্লসি লিপস্টিক এ ক্ষেত্রে পরা যাবে না।

৪) ঠোঁট আরও বেশি আকর্ষণীয় করে তুলতে গাঢ় লিপস্টিক সারা ঠোঁটে না লাগিয়ে মাঝখানটা ফাঁকা রাখুন। এ বার হালকা কোনও রং দিয়ে ভরে নিন মাঝখানটা।

লিপস্টিকের রং দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখার টোটকা

কিছু খাওয়াদাওয়া করলে কিংবা ঘাম হলে অনেকের অভিযোগ, লিপস্টিক অল্প সময়ের মধ্যেই উঠে যায়। লিপস্টিক যাতে বেশি সময় স্থায়ী হয়, তার জন্য রইল কিছু টোটকা।

১) নিয়মিত ঠোঁট স্ক্রাব করুন। লিপস্টিক ব্যবহারের আগে লিপবাম লাগান। ঠোঁট আর্দ্রতা হারালে লিপস্টিক তাড়াতাড়ি উঠে যায়। তাই ঠোঁট কখনও শুকনো রাখবেন না।

ঠোঁট রাঙিয়েই নজরে আসুন সবার।

ঠোঁট রাঙিয়েই নজরে আসুন সবার। ছবি: সংগৃহীত।

২) ঠোঁটে ফাউন্ডেশন বা কনসিলার লাগান। কনসিলার দিয়ে ঠোঁটের বাইরে লাইন এঁকে নিন।

৩) এর পর লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। লিপস্টিক ঠোঁটের মাঝখান থেকে দু’ধারে সমান করে লাগান।

৪) আপনার লিপস্টিকের মানের সঙ্গে আপস করবেন না। ভাল ব্র্যান্ডের লিপস্টিক নিয়মিত ব্যবহার করুন, কারণ পণ্যটি সরাসরি আপনার ঠোঁটে যাচ্ছে। সেই সব তরল লিপস্টিক বা বুলেটের লিপস্টিক ব্যবহার করুন যাতে দীর্ঘ পরিধানের সুযোগ রয়েছে।

আরও পড়ুন
Advertisement