Hair Care Tips

পুজোর আগে স্ট্রেটনিং করিয়েছেন? চুলের যত্ন নিতে বিশেষ কিছু করতে হবে কি

আলাদা করে চুল বাঁধার ঝক্কি এড়াতে এখন অনেকেই স্ট্রেটনিং, স্মুদনিং-এর পথে হাঁটেন। সোজা, মসৃণ চুলের যত্ন সহজ নয় একেবারেই। মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫৯
সোজা চুলের সৌন্দর্য ধরে রাখবেন কী ভাবে?

সোজা চুলের সৌন্দর্য ধরে রাখবেন কী ভাবে?

বাতাসে পুজোর আমেজ। শরৎকাল আসতে এখনও কিছু দিন বাকি আছে। তবু চারদিকে কেমন সাজ সাজ রব। পুজোয় কী পোশাক পরবেন, ভেবে-চিন্তে তার কেনাকাটা চলছে। তবে পছন্দের পোশাক পরলেই তো হল না, সঙ্গে চাই মানানসই সাজগোজ। সুন্দর দেখাতে যথাযথ রূপটানের পাশাপাশি চাই যথার্থ চুলের সাজ। আলাদা করে চুল বাঁধার ঝক্কি এড়াতে এখন অনেকেই স্ট্রেটনিং, স্মুদনিং-এর পথে হাঁটেন। সব পোশাকের সঙ্গেই সোজা, মসৃণ চুল বেশ মানিয়ে যায়। দেখতেও মন্দ লাগে না। তবে চুল স্ট্রেটনিং বা স্মুদনিং করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং চুল সোজা করার পর তা ঠিক ভাবে রাখতে দায়িত্ব আরও বেড়ে যায়। সোজা, মসৃণ চুলের যত্ন সহজ নয় একেবারেই। মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম।

কেমন হবে কৃত্রিম ভাবে স্ট্রেট করানো চুলের বিশেষ যত্ন?

Advertisement

নিয়ম করে তেল মাখুন

চুল সোজা করলে তেল ব‍্যবহার করা যায় না বলে মনে করেন অনেকে। কেশসজ্জা বিশেষজ্ঞরা অবশ‍্য এর উল্টৌ কথাই বলছেন। তাঁদের মতে, স্ট্রেটনিং করার পর চুল যত্নে রাখতে নিয়মিত নারকেল তেল ব‍্যবহার করা যায়। এতে কোনও সমস‍্যা নেই। তেল চুলের পুষ্টি বজায় রাখবে। চুলও কম পড়বে।

চুল বাঁধবেন না

স্ট্রেটনিং অথবা স্মুদনিং করার পর প্রথম ১৫ দিনে চুল খুলে রাখলেই ভাল। এই সময়ে চুলের গোড়া নরম থাকে। ফলে সোজা করানো চুল সব সময়ে বেঁধে রাখলে অল্প দিনেই বেঁকে যাবে।

চুল সোজা করার পর বাজারচলতি শ‍্যাম্পু ব‍্যবহার একেবারেই ঠিক হবে না।

চুল সোজা করার পর বাজারচলতি শ‍্যাম্পু ব‍্যবহার একেবারেই ঠিক হবে না। প্রতীকী ছবি।

হেয়ার ড্রায়ার নয়

চূল সোজা করলে হেয়ার ড্রায়ার বেশি ব‍্যবহার করবেন না। অতিরিক্ত তাপ চুলের ক্ষতি করতে পারে।

কেরাটিন

স্ট্রেটনিং করার পর চুলের চাই বাড়তি পুষ্টি। চুলে সেই পুষ্টি জোগাবে কেরাটিন। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে আরও বেশি করে প্রয়োজন কেরাটিন ট্রিটমেন্ট করা। মসৃণ চুলের কোমলতাও বজায় থাকবে এতে।

সাধারণ শ‍্যাম্পু নয়

চুল সোজা করার পর বাজারচলতি শ‍্যাম্পু ব‍্যবহার একেবারেই ঠিক হবে না। সোজা চুলের যত্ন নিতে বিশেষ উপকরণ সমৃদ্ধ শ‍্যাম্পু পাওয়া যায়। সেগুলিই ব‍্যবহার করুন। অনেক দিন পর্যন্ত সোজা ও মসৃণ থাকবে চুল।

Advertisement
আরও পড়ুন