Hair Care

তেল, শ্যাম্পু মেখেও চুলের হাল ফিরছে না? চুমুক দিতে পারেন ৩ জাদু পানীয়ে

চুলের যত্নে প্রসাধনী ব্যবহার করেও বিফলে যাচ্ছে চেষ্টা? তা হলে ভরসা রাখতে পারেন তিন পানীয়ের উপর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১২:২৯
চুলের যত্ন নিন।

চুলের যত্ন নিন। ছবি: সংগৃহীত।

প্রসাধনী ব্যবহার করে সাময়িক সুফল পেলেও স্থায়ী কোনও সমাধান পাওয়া যায়নি। প্রতি দিন গোছা গোছা চুল উঠতে থাকলে এক সময়ে টাক পড়ে যেতে পারে। তাই আগে থেকে সুরক্ষা নেওয়া জরুরি। তার জন্য নতুন কোনও প্রসাধনী নয়, বরং ভরসা রাখতে পারেন কয়েকটি পানীয়ের উপর।

Advertisement

মৌরির জল

মুখশুদ্ধি হিসাবে মৌরির জনপ্রিয়তা তো আছেই। সেই সঙ্গে হজমের গোলমাল কমাতেও মৌরি উপকারী। তবে মৌরি কিন্তু চুল ঝরার সমস্যার সমাধান করে। চুলের জেল্লা বৃদ্ধি করে। বিশেষ করে চুলের তৈলাক্ত ভাব দূর করে। একটি সসপ্যানে জলের সঙ্গে মৌরি ফুটিয়ে ঠান্ডা করে নিন। খাওয়ার আগে ছেঁকে নিলে ভাল।

ধনে বীজের জল

রান্নায় ধনে না প়ড়লে স্বাদের এদিক-ওদিক হয়। তবে শুধু রান্নার স্বাদ বৃদ্ধিতেই নয়, চুলের সমস্যার সমাধানেও ধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেথির মতো ধনেতেও রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা চুল ঝরার সমস্যা কমায়। চুলের গোড়া শক্ত করে। নিয়ম করে ধনে বীজের জল খেলে চুলের জেল্লাও বাড়ে।

মেথির জল

শরীরের যত্নে মেথির ভূমিকা অপরিহার্য। তবে রূপচর্চাতেও কিন্তু মেথি দারুণ কার্যকরী। বিশেষ করে চুলের খেয়াল রাখতে হেঁশেলের এই চেনা উপকরণ সত্যিই কাজে আসে। মেথিতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা মাথার ত্বকের প্রদাহ দূর করে। চুলের গোড়া শক্ত করে। সারা রাত মেথি ভিজিয়ে রেখে সেই জল খালি পেটে খেতে পারেন। কয়েক দিন খেলেই উপকার পাবেন।

আরও পড়ুন
Advertisement