Olive Oil Skincare

পঞ্চাশেও ঝলমলে কাজল! অলিভ অয়েল দিয়ে ত্বকের বয়স বেঁধে রাখতে পারেন আপনিও

অলিভ অয়েল ত্বকের জন্য কতটা ভাল, তার প্রমাণ বলিউড অভিনেত্রী কাজল। ৫০ পেরিয়েছেন অভিনেত্রী। অথচ এখনও তাঁর ত্বক দেখায় জেল্লাদার। কাজলও তাঁর রুটিনে নিয়মিত রাখেন অলিভ অয়েল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:৩৩

—ফাইল চিত্র।

জলপাই কোথায় পাওয়া যায় বলতে না পারলেও জলপাইয়ের তেল এখন বাঙালির ঘরে ঘরে থুড়ি রান্নাঘরে। সেই জলপাইয়ের তেল কাজে লাগতে পারে ত্বকের পরিচর্যাতেও। বিশেষত শীত কালেও যদি ত্বককে মসৃণ এবং তুলতুলে নরম রাখতে চান তবে জলপাইয়ের তেলই হবে আপনার মুশকিল আসান। শুধু তা-ই নয়, রূপটান শিল্পীরা বলছেন, নিয়মিত ত্বক চর্চায় অলিভ অয়েল সংযোজন করলে ত্বকের বয়সও কম দেখায়। কারণ অলিভ অয়েলে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ই। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর ওই তেল খেলে যেমন উপকার, তেমনই ত্বকচর্চার ক্ষেত্রেও সমান উপকারী।

Advertisement

অলিভ অয়েল ত্বকের জন্য কতটা ভাল, তার প্রমাণ বলিউড অভিনেত্রী কাজল। ৫০ পেরিয়েছেন অভিনেত্রী। অথচ এখনও তাঁর ত্বক দেখায় জেল্লাদার। কাজলও তাঁর রুটিনে নিয়মিত রাখেন অলিভ অয়েল। তবে ত্বকের পরিচর্যার বদলে জলপাইয়ের তেল খাওয়াই বেশি পছন্দ করেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলন, তাঁর বাঁধাধরা খাবারের অন্যতম হল একটি চিকেন স্যালাড। যা তিনি কয়েক টুকরো চিকেনের সঙ্গে প্রচুর অলিভ অয়েল সহযোগে খান। আপনি অবশ্য কাজলের মতো অলিভ অয়েল না খেলেও ত্বকে ফেসপ্যাক হিসাবে ব্যবহার করতে পারেন।

কী ভাবে ব্যবহার করবেন?

১। এক চা চামচ অলিভ অয়েলের সঙ্গে, সম পরিমাণ মধু, লেবুর রস মিশিয়ে তার মধ্যে একটি ডিমের কুসুম দিয়ে ভাল ভাবে ফেটিয়ে নিন।

২। এ বার মুখে, হাতে গলায় একটি মেকআপ ব্রাশের সাহায্যে ওই মাস্ক লাগিয়ে নিন।

৩। ১৫ মিনিট ওই ফেসপ্যাকটি লাগিয়ে রাখুন। তার পরে ইষদোষ্ণ জলে ভাল ভাবে ধুয়ে ফেলুন।

৪। হালকা হাতে তোয়ালে বা নরম কাপড়ে মুখ মুছে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন।

Advertisement
আরও পড়ুন