Coconut Oil Vs Olive Oil

চুলের জন্য নারকেল তেল না অলিভ অয়েল, কোনটি বেশি ভাল? গুণের বিচারে কাকে এগিয়ে রাখবেন?

বাজারে হরেক তেল রয়েছে। তার মধ্যে যদি নারকেল তেল বা অলিভ অয়েলের মধ্যে কোনও একটিকে চুলের পরিচর্যার জন্য বেছে নিতে বলা হয়, কোনটি মাখবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৫:৫১
নারকেল তেল বা অলিভ অয়েল চুলের জন্য কোনটি মাখা ভাল?

নারকেল তেল বা অলিভ অয়েল চুলের জন্য কোনটি মাখা ভাল? ছবি: সংগৃহীত।

চুল লালচে হয়ে যাচ্ছে? ঝরে যাচ্ছে? রুক্ষ হয়ে যাচ্ছে? মা-ঠাকুমারা শুনলেই বলবেন, এ সব তেল না মাখার ফল। ভাল করে মাথায় তেল মাখলেই সব ঠিক হয়ে যাবে।

Advertisement

চুলের ব্যাপারে মা-ঠাকুমার টোটকাতেই কিন্তু ভরসা রাখেন অভিনেত্রী প্রীতি জ়িন্টা। চুল ভাল রাখতে তিনি যে তেল মালিশ করেন, তা আগেই জানিয়েছেন নায়িকা। মাথায় ঈষদুষ্ণ তেল মাখলে চুলে রক্ত সঞ্চালন ভাল হয়। চুল আর্দ্র থাকে।

কিন্তু, কোন তেল মাখবেন? নারকেল তেল না কি, অলিভ অয়েল?

নারকেল তেল

নারকেলের শাঁস থেকে বিশেষ পদ্ধতিতে তৈরি হয় নারকেল তেল। চুলের যত্নে এই তেলের ব্যবহার বহু প্রাচীন। নারকেল তেলে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এতে রয়েছে লরিক অ্যাসিড, যা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। মাথার ত্বকের ছোটখাটো সংক্রমণ প্রতিহত করতে তা কার্যকর। এ ছাড়াও তেলটিকে চুল সহজে শোষণ করে নিতে পারে।

অলিভ অয়েল

জলপাই থেকে এই তেল তৈরি হয়। নারকেল তেলের মতো রান্নাতেও অলিভ অয়েল ব্যবহৃত হয়। ত্বক থেকে চুলের যত্নে অলিভ অয়েল বিশেষ কার্যকর। ২০১৫ সালে 'পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স' (পিএলওএস) নামে একটি জার্নালে প্রকাশিত এই সংক্রান্ত গবেষণা বলছে, চুলের বৃদ্ধিতে অলিভ অয়েলের ভূমিকা রয়েছে। যদিও এ নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি বা একাধিক গবেষণা হয়নি। তবু বহু দিন ধরে তেলটির ব্যবহার হয়ে আসছে।

নারকেল তেল, না অলিভ অয়েল?

হালকা মালিশেই চুল দ্রুত শুষে নিতে পারে নারকেল তেল। চুলের বৃদ্ধিতে সাহায্য করে এটি। নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড চুলকে আর্দ্রতা জোগায়। লরিক অ্যাসিড চুলে পুষ্টি জোগাতে এবং মজবুত করতে সাহায্য করে। এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান।

অন্য দিকে, অলিভ অয়েলও মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ।এতে রয়েছে ভিটামিন ই এবং কে। এই উপাদানগুলি চুলকে আর্দ্রতা জোগাতে, তার জেল্লা ফেরাতে সাহায্য করে।

দুইয়ের মধ্যে কোনটি বেছে নেবেন?

মাথার ত্বক তৈলাক্ত হলে, খুশকির সমস্যা থাকলে বেছে নিতে পারেন নারকেল তেল। তবে মাথার ত্বক যদি বেশি শুষ্ক হয়, তা হলে অলিভ অয়েল কার্যকর হতে পারে।

সমস্যা যদি চুল ঝরা এবং চুল পড়ার হয়, তা হলে নারকেল তেল ব্যবহার করাই ভাল। চুলের বৃদ্ধিতে সাহায্য করে এই তেল। অন্য দিকে, রুক্ষ, শুষ্ক চুল, ডগা ফাটার সমস্যায় কার্যকর হতে পারে অলিভ অয়েল।

কী ভাবে ব্যবহার করবেন?

পরিষ্কার চুলে নারকেল তেল হালকা হাতে মালিশ করে আধ ঘণ্টা রেখে দিন। তার পর শ্যাম্পু করে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।

আরও পড়ুন
Advertisement