ত্বকের পরিচর্যা কী ভাবে করেন বলি নায়িকারা? ছবি: সংগৃহীত।
নামীদামি জেল বা ক্রিম দিয়ে নয়, বরং ঘরোয়া উপকরণ দিয়েই ত্বকের পরিচর্যা করেন বলি সুন্দরীরা। কেউ মাখেন বেসনের প্যাক, তো কেউ নিম-দইয়ের ফেস প্যাক। বিভিন্ন সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন বলেছিলেন, নিয়মিত ত্বককে আর্দ্র রাখেন তিনি। ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নেন। বেসন, দুধ, হলুদ, অলিভ তেলই তাঁর উজ্জ্বল ও দীপ্তিময় ত্বকের রহস্য। করিনা কপূর খান থেকে অনন্যা পাণ্ডে, অনুষ্কা শর্মা থেকে জাহ্নবী কপূর— রূপচর্চা করতে তাঁরা ঠিক কী কী ব্যবহার করেন জেনে নিন।
করিনার চন্দনের ফেস-প্যাক
৪৪ বছর বয়সেও লাবণ্য ঝরে পড়ছে চেহারায়। তাঁর সৌন্দর্যের চর্চা হয় নানা মহলেই। বিভিন্ন সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন কী ভাবে তিনি এত নরম ও মসৃণ ত্বক ধরে রেখেছেন। ত্বকের পরিচর্যায় করিনা ব্যবহার করেন ঘরে তৈরি চন্দনের ফেস প্যাক। কী ভাবে বানাবেন? ২ চা চামচ চন্দনের গুঁড়ো, ভিটামিন ই ক্যাপসুল, দুধ ও এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। তার পর পরিষ্কার জলে ধুয়ে ফেলতে হবে।
অনন্যা মাখেন দই-হলুদ
মসৃণ ও জেল্লাদার ত্বকের জন্য ঘরে তৈরি দই ও হলুদের ফেস প্যাক মাখেন অনন্যা পাণ্ডে। কী ভাবে বানাবেন? দই লাগবে ২ চা চামচ, মধু এক চা চামচ, হলুদ গুঁড়ো এক চিমটি। সমস্ত উপকরণ মিশিয়ে ত্বকে ভাল করে মালিশ করতে হবে। ১৫ মিনিট অপেক্ষা করে উষ্ণ জলে ধুয়ে ফেলুন।
দীপিকার পছন্দ বেসন-হলুদ
বাজারচলতি ক্রিম নয়, ঘরেই ফেস প্যাক বানিয়ে নেন দীপিকা পাড়ুকোন। জানিয়েছেন, বেসন আর হলুদের ফেস প্যাক তাঁর ত্বককে এত জেল্লাদার রেখেছে। চল্লিশ পেরিয়েও বলিরেখা পড়েনি ত্বকে। কী ভাবে বানাবেন? বেসন ১ চা চামচ, হলুদ গুঁড়ো এক চিমটি, দুধের সর ও সামান্য অলিভ তেল মিশিয়ে মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে ২০ মিনিট। সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই ত্বকের সমস্ত দাগছোপ উঠে যাবে।
নিম দিয়ে ত্বকের যত্ন নেন অনুষ্কা
ত্বকের র্যাশ বা ব্রণ কমাতে সাহায্য করে নিম। নিমের অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক গুণ আছে যা ত্বকের প্রদাহ ও সংক্রমণ জনিত অসুখও সারাতে পারে। ত্বকের পরিচর্যায় তাই নিমের উপরেই ভরসা করেন বিরাট-ঘরণী। কী ভাবে নিমের ফেস প্যাক বানান অনুষ্কা? নিম পাতা চূর্ণ করে নিতে হবে, তার সঙ্গে মেশাতে হবে গোলাপ জল, দই ও সামান্য দুধ। এই মিশ্রণ ভাল করে মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে।