সেলোটেপ ব্রেসলেট। ছবি: সংগৃহীত।
নামীদামি প্রসাধন সংস্থাগুলি বাজারে আলোড়ন তৈরি করতে ক্রমাগত নয়া নয়া জিনিস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে। নেট দুনিয়ায় সেই সব সামগ্রী নিয়ে চর্চাও শুরু হয়। সম্প্রতি নেটাগরিকদের নজর কেড়েছে বেলেনসিয়াগার একটি ব্রেসলেট। প্রথম ঝলকে অনেকেই সেটি দেখে সেলোটেপ ভেবে ভুল করেছেন, তবে সেই সেলোটেপে বেলেনসিয়াগার লোগো সবাইকেই চমকে দিয়েছে।
স্বচ্ছ প্যাকিং টেপের মতো দেখতে ব্রেসলেটটি প্যারিস ফ্যাশন উইকের শীতকালীন কালেকশনে প্রকাশ্যে এসেছে প্রথম বার। ইনস্টাগ্রামের একটি পোস্টে সেই ব্রেসলেটের ছবি আপলোড হওয়ার পর থেকেই তা নিয়ে নানা রকম চর্চা চলছে সমাজমাধ্যমে। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘‘প্রসাধন সংস্থা বেলেনসিয়াগা আবারও তাদের নয়া দ্রব্যের মাধ্যমে সমাজমাধ্যমে বিতর্ক তৈরি করেছে। সেলোটেপের মতো দেখতে ব্রেসলেটে শুধুমাত্র বেলেনসিয়াগার লোগো যোগ করা হয়েছে বলেই তার দাম আকাশছোঁয়া। ব্রেসলেটটির দাম প্রায় ৪০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৩৩ হাজার টাকা)।’’
বেলেনসিয়াগার এই ব্রেসলেট নিয়ে ফ্যাশন দুনিয়ায় নানা প্রশ্ন উঠেছে। বাজারে ৩০ টাকায় বিক্রি হওয়া সেলোটেপের মতো দেখতে একটি ব্রেসলেট কেন লোকে ৩ লক্ষ টাকা দিয়ে কিনবে সেই নিয়েও চলছে জোর চর্চা। ফ্যাশন দুনিয়ায় পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। কিছু পরীক্ষা সফল হয়, কিছু পরীক্ষার ফল বাজারে মুখ থুবড়ে পড়ে। তবে সংস্থাগুলি চড়া দামে কী জিনিস বিক্রি করছেন, সেই বিষয় তাদের আরও ভাবতে হবে।
বেলেনসিয়াগার এই ব্রেসলেটটি এখনও বাজারে আসেনি। তবে বাজারে এলে কত জন এই ব্রেসলেটটি কিনবেন, সেটাও ভাবার বিষয়।