রাধিকা মার্চেন্ট। ছবি : সংগৃহীত।
তিনি যখন সেজেগুজে বেরোন, তখন তাঁকে নিয়ে আলোচনার শেষ থাকে না। যখন সাধারণ পোশাক পরে বেরোন, তখনও তাঁকে দেখে আশ মেটে না! কারণ, একে তিনি ভারতের ধনকুবের মুকেশ অম্বানীর পুত্রবধূ। তায় রূপও দিব্যকান্তি। কথায় কথায় মিষ্টি হাসি ছড়িয়ে দেন চারপাশে। তাই ফ্যাশন জগতের তিনি চোখের মণি। শেষ বার রাজকন্যার মতো পােশাকের সঙ্গে হাতে মঙ্গলসূত্র পরে নজর কেড়েছিলেন। এ বার রাধিকা মার্চেন্ট খবরে এলেন তাঁর অতি সাদামাঠা পোশাকের সুবাদে। অম্বানী পরিবারের পুত্রবধূ সাদামাঠা পোশাক পরলে খবর হওয়া বিস্ময়ের নয়। কিন্তু এখানেই মোচড়। রাধিকার পোশাক সাধারণ হলেও তার দামটি মোটেই সাধারণ নয়।
একটি অনুষ্ঠানে জয়পুরে গিয়েছিলেন রাধিকা। পরেছিলেন একটি বাদামি আর কালো জংলা ছাপের কো-অর্ড সেট। কো-অর্ড সেট হল রং মেলানো বা নকশা মেলোনো উর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গের আলাদা পোশাক। এমন পোশাক পরার চল আগেও ছিল। তবে ফ্যাশন দুনিয়ায় ইদানীং নয়া অবতারে তার প্রবেশ ঘটেছে এবং প্রায় সঙ্গে সঙ্গেই বেড়েছে জনপ্রিয়তাও। বিদেশি ফ্যাশন ব্র্যান্ডগুলোও কো-অর্ড সেট বানাচ্ছে। রাধিকার কো-অর্ড সেটটি বানিয়েছে ইটালির নামজাদা ফ্যাশন ব্র্যান্ড লোরো পিয়ানা। দামও বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের উপযুক্ত।
রাধিকার ফুলহাতা কলার দেওয়া শার্টে সাফারি স্টাইলের দু’টি বোতাম দেওয়া বুকপকেট। কোমরে ইলাস্টিক বেল্টের নীচে সামান্য ঝুলেই শেষ হয়েছে শার্টের সীমারেখা। নকশার বাহুল্য নেই। ইটালির ব্র্যান্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওই শার্টটির নাম ‘ডিনা শার্ট’। দাম ৩২০০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৮২ হাজার ৪৮৩ টাকা!
এর সঙ্গে যে ট্রাউজ়ারটি পরেছেন রাধিকা, সেটি স্লিমফিট এবং বুট কাট প্যান্ট। নাম ‘ড্যানি ট্রাউজ়ার্স’। এটিরও দাম লাখ পার করা। ২১০০ ইউরো অর্থাৎ ১ লক্ষ ৮৫ হাজার ৩৮০। ম্যাচিং জামা এবং প্যান্টের সঙ্গে একই ব্র্যান্ডের বাদামি রঙের জুতোও পরেছেন রাধিকা। বাদামিরঙা লোফার। সেটির দাম ভারতীয় মুদ্রায় ৭৮ হাজার টাকা। অর্থাৎ সব মিলিয়ে রাধিকার সাজের দাম ৫ লক্ষ ৪৬ হাজার ৪২৯ টাকা। তবে অর্থ যতই লাগুক, সাজে সাধারণের সঙ্গে মিশে যাওয়া সাদামাঠা ভাব বজায় রেখেছেন রাধিকা। চুলের ফ্যাশন বা মেক আপ, কিছুই করেননি তিনি।