elephant

Viral: হাতির দুধ খাচ্ছে তিন বছরের শিশু! ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত নেটদুনিয়া

বছর তিনেকের খুদে খেলতে গেল বিশালায়তন একটি হাতির সঙ্গে। ভাইরাল হয়েছে ভিডিয়ো।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২৫
দুই বন্ধুর গল্প!

দুই বন্ধুর গল্প! ছবি: ভিডিয়ো থেকে প্রাপ্ত।

এ যেন ঠিক দুই বন্ধুর গল্প। এক জন আকার-আয়তনে একটু ছোট, আপর জন বিশাল। যে বড়, সে ধীর-স্থির আর ছোট জন চঞ্চল। কিন্তু এই বন্ধুত্বে সবচেয়ে বড় চমকটি হল, খুদে বন্ধুটি এক বছর তিনেকের শিশুকন্যা। আর বড় বন্ধুটি হল প্রকাণ্ড এক হাতি।

Advertisement

নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গেল এমনই দৃশ্য। যেখানে বছর তিনেকের হর্ষিতা বোরা নামক খুদেকে খেলতে দেখা যাচ্ছে বিশালায়তন একটি হাতির সঙ্গে। হর্ষিতার বাড়ি অসমের গোলাঘাট জেলায়। আর তার খেলার সঙ্গী হস্তিনীর নাম বিনু।

ভিডিয়োতে দেখা যাচ্ছে চঞ্চল হর্ষিতা ছোটাছুটি করছে চারদিকে। মাঝেমধ্যে ছুটে এসে জড়িয়ে ধরছে হাতিটির পা কিংবা শুঁড়। কখনও বা পান করার চেষ্টা করছে স্তন্য। আর ধীর স্থির বিনু সস্নেহে উপভোগ করছে সব কিছুই। রইল মানুষ ও প্রকৃতির অনাবিল মিলনের সেই ভিডিয়ো।

Advertisement
আরও পড়ুন