Ghee

শুধু পাতে নয়, ঘি হতে পারে রূপচর্চারও উপাদান

শুনে নাক সিটকাচ্ছেন? ভাবছেন ঘি দিয়ে রূপচর্চা কী ভাবে হবে?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১১:২৪
ঘি হতে পারে রূপচর্চার উপাদান।

ঘি হতে পারে রূপচর্চার উপাদান।

গরম ভাতের সঙ্গে ঘি খেতে ভালবাসেন? কিন্তু জানেন কি শুধু খাবার হিসেবেই নয়, রূপচর্চাতেও ঘি দারুণ ভূমিকা নিতে পারে?

শুনে নাক সিটকাচ্ছেন? ভাবছেন ঘি দিয়ে রূপচর্চা কী ভাবে হবে? জেনে নিন সেই উপায়।

Advertisement

শুকনো ত্বকের সমাধান: হাতে কয়েক ফোঁটা ঘি নিন। শুকনো ত্বকে লাগিয়ে দিন। যত ক্ষণ সম্ভব রাখার পরে ধুয়ে ফেলুন। শুকনো ত্বকের পাকাপাকি সমাধান হয়ে গেল।

বলিরেখা আটকাতে: বয়সের সঙ্গে সঙ্গে বলিরেখা পড়তে বাধ্য। কিন্তু তার গতি কমিয়ে দিতে পারে ঘি। ঘিয়ে থাকা ভিটামিন ই ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে। রোজ ঘি লাগালে বলিরেখা দেরিতে পড়ে।

বাথ অয়েল: ঘি দিয়ে বাথ অয়েল বানানো যায়। ৫ ফোঁটা ঘি আর ১০ ফোঁটা এসেনশিয়াল তেল মিশিয়ে নিন। স্নানের পর এই মিশ্রন হাতে-পায়ে লাগিয়ে নিন। ময়শ্চারাইজারের কাজ হয়ে যাবে।

চোখের নীচে কালচে দাগের সমাধান: ঘুমের অভাবে চোখের নীচে কালচে দাগ পড়ছে? রোজ কয়েক ফোঁটা ঘি লাগান ওই জায়গায়। কমে যাবে কালচে দাগ।

ঠোঁটের যত্নে: ঠোঁট ফাটা থেকে কালচে ঠোঁট— একাধিক সমস্যার একটাই সমাধান— ঘি। রোজ ঘি দিয়ে ঠোঁটের মালিশ করলে একাধিক সমস্যাই কেটে যাবে।

Advertisement
আরও পড়ুন