Bizarre

মালিক নেই, তাই নেশায় টান! মদ না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল পোষ্য

‘কোকো’-র আগের পক্ষের মালিক মারা যাওয়ার পর, এই অভ্যাসে ছেদ পড়ে তার। তার পর থেকেই আজব আচরণ করতে শুরু করে সে।

Advertisement
সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৪:২৩
Image of Dog

দীর্ঘ চিকিৎসার পর কোকো এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। ছবি- সংগৃহীত

পেটে দু’পাত্র না প়ড়লে তার চোখে ঘুম আসে না। দু’বছর বয়সি একটি ল্যাব্রাডর কুকুরের এই ছিল নিত্যদিনের অভ্যাস। ‘কোকো’-র আগের পক্ষের মালিক মারা যাওয়ার পর, এই অভ্যাসে ছেদ পড়ে তার। তার পর থেকেই আজব আচরণ করতে শুরু করে সে। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এই খবর।

Advertisement

সমাজমাধ্যম থেকেই কোকোর কথা জানতে পারে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেখান থেকে কোকোকে উদ্ধার করে একটি হোমে রাখার ব্যবস্থা করে ওই সংস্থা। সংস্থার তরফে জানানো হয়, “দীর্ঘ দিনের নেশা থেকে মুক্তি পেতে মানুষের মতোই চারপেয়েদেরও নানা রকম সমস্যা দেখা দেয়। যে অবস্থায় কোকো এখানে এসেছিল, সেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে। কোকোর সঙ্গে আমরাও জীবনে প্রথম এমন একটি সমস্যার সম্মুখীন হলাম।” দীর্ঘ চিকিৎসা পদ্ধতির পর কোকো এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। আগের মতো স্বাভাবিক আচরণও করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement