Samantha Ruth Prabhu

সঙ্গীর নাম হৃদয়ে লেখার কথা ভাবছেন? ট্যাটু করানোর বিষয় কেন সতর্ক করলেন সামান্থা?

বছরখানেক আগে ইনস্টাগ্রামে এক অনুরাগী সামান্থাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি ভবিষ্যতে নতুন কোনও ট্যাটু করানোর কথা ভাবছেন কি না? সামান্থার জবাব শুনে অবাক হয়েছেন সকলেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৬
সামান্থা রুথ প্রভু।

সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত।

সম্প্রতি নায়িকা শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন দক্ষিণী চলচ্চিত্র তারকা নাগা চৈতন্য। নাগা এবং শোভিতার বিয়ের অনুষঙ্গে চর্চা শুরু হয়েছে দক্ষিণের খ্যাতনামী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে। কারণ, তিনি নাগার প্রাক্তন স্ত্রী। নাগার সঙ্গে সামান্থার প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে আলোচনার পাশাপাশি নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। সামান্থা কখন, কোথায়, কী করছেন, সেই দিকে নজর সবার। অনুরাগীদের সব প্রশ্নের সোজাসাপটা জবাব দিতেই পছন্দ করেন তিনি। ব্যক্তিগত জীবনকেও খুব বেশি আড়ালে রাখেন না অভিনেত্রী।

Advertisement

বছরখানেক আগে ইনস্টাগ্রামে এক অনুরাগী সামান্থাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি ভবিষ্যতে নতুন কোনও ট্যাটু করানোর কথা ভাবছেন কি না? মজার ছলে সামান্থা সেই প্রশ্নের জবাবে বলেছেন, ‘‘অল্প বয়সের যদি একটি ভুল শুধরোতে পারতাম তা হলে নিজেকে বলতাম, ভুলেও কোনও দিন ট্যাটু কোরো না।’’ শরীরে ট্যাটু করানোর আফসোস তাঁর সারা জীবন থেকে যাবে, এমনটাই তাঁর বক্তব্যে স্পষ্ট।

উল্লেখ্য, সামান্থার শরীরে মোট তিনটি ট্যাটু আছে। ২০১০ সালে সামান্থার প্রথম ছবি ‘ইয়ে মায়া ছেসাভে’ ছবি মুক্তি পেয়েছিল, সেই ছবির নাম অনুযায়ী ‘ওয়াইএমসি’ ট্যাটুটি সামান্থার পিঠে রয়েছে। অভিনেত্রীর ডান দিকের পাঁজরের নীচে তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর ডাক নাম 'চৈ' লেখা। বিয়ের সময় এই ট্যাটুটি করিয়েছিলেন সামান্থা। আর তৃতীয় ট্যাটুটি রয়েছে কব্জিতে। দু’টি তির আঁকা রয়েছে সেখানে। নাগা চৈতন্যের সঙ্গে মিলিয়ে তখন ট্যাটুটি করিয়েছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন