Yogi Adityanath

‘বিভাজন মানেই ধ্বংস,’ বাংলাদেশের উদাহরণ দিয়ে এ বার ঐক্যের বার্তা দিলেন যোগী আদিত্যনাথ

সোমবার জন্মাষ্টমী উপলক্ষে আগরায় গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে বক্তৃতার পর রাষ্ট্রীয় বীর দুর্গাদাস রাঠৌরের একটি মূর্তিও উন্মোচন করেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ১৭:১২
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। — ফাইল চিত্র।

উত্তরপ্রদেশে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বললেন, ‘‘একসঙ্গে থাকার মধ্যেই জাতির শক্তি নিহিত রয়েছে।’’ উদাহরণ হিসাবে টানলেন বাংলাদেশ প্রসঙ্গও।

Advertisement

সোমবার জন্মাষ্টমী উপলক্ষে আগরায় গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে বক্তৃতায় বার বার সাম্প্রদায়িক ঐক্যের উপর জোর দিয়েছেন। ভাষণের পর রাষ্ট্রীয় বীর দুর্গাদাস রাঠৌরের একটি মূর্তিও উন্মোচন করেন তিনি। সেখানেই যোগী আদিত্যনাথ বলেন, ‘‘বাঁটেঙ্গে তো কাটেঙ্গে (বিভাজন মানে ধ্বংস)।’’ মনে করিয়ে দেন সেই প্রাচীন প্রবাদবাক্য, ‘একতায় উত্থান, বিভেদে পতন!’

আদিত্যনাথ আরও বলেছেন, ‘‘ঐক্য ছাড়া কিছুই করা যায় না। কোনও কিছু অর্জনও করা যায় না। আমরা ঐক্যবদ্ধ হলেই জাতি শক্তিশালী হবে। দেখুন না, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কী হচ্ছে। দেখছেন তো? আমরা যেন সেই ভুলের পুনরাবৃত্তি না করি।’’

আদিত্যনাথের মন্তব্যের পরেই কটাক্ষ করেছেন কনৌজের সাংসদ তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশ বলেছেন, ‘‘বাংলাদেশ নিয়ে যোগীর মন্তব্য শুনে মনে হচ্ছে যেন ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদের জন্য লড়তে চলেছেন তিনি! অবশ্য তিনি যে প্রথম বার এমন ইঙ্গিত দিচ্ছেন এমনটা নয়। তবে আমার বিশ্বাস, এ বার দিল্লির কর্মকর্তারা তাঁকে শীঘ্রই জানিয়ে দেবেন রাষ্ট্রীয় বিষয়ে নাক না গলাতে।’’

প্রসঙ্গত, ২০২২ সালে ভোটমুখী উত্তরপ্রদেশে উল্টো পথে হেঁটেছিলেন যোগী। বলেছিলেন, ‘‘এ হল আশি-বিশের ভোট।’’ বিরোধীদের দাবি, ইঙ্গিতটা ছিল উত্তরপ্রদেশে সংখ্যালঘু ২০ শতাংশ মুসলিম জনসংখ্যার দিকে। বরং সে সময় ‘‘বাঁটে তো কাটে’’ ছিল সমাজবাদী পার্টির নির্বাচনী স্লোগান!

আরও পড়ুন
Advertisement