গ্রাফিক: সনৎ সিংহ।
রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় বৃহস্পতিবার বসছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার বৈঠক। ঘটনাচক্রে, অযোধ্যা মামলার ‘ঐতিহাসিক’ রায়ের চতুর্থ বর্ষপূর্তির দিনেই।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা এবং মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মোদীর হাতেই হবে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা। উত্তরপ্রদেশ সরকার সূত্রের খবর, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের অন্যতম আলোচ্যসূচিতে থাকবে ২২ জানুয়ারির ওই অনুষ্ঠানের আয়োজন।
পাশাপাশি, রামলালার শহরে আগামী দীপাবলি উৎসবের আয়োজন নিয়েও আলোচনা হবে যোগী মন্ত্রিসভার বৈঠকে। এ বার দীপাবলিতে অযোধ্যায় ২১ লক্ষ প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। অযোধ্যার ডিভিশনার কমিশনার গৌরব দয়াল এ কথা জানিয়ে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যেরা রামমন্দির পরিদর্শনেও যাবেন।’’ প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয় বার রাজধানী লখনউয়ের বাইরে যোগী মন্ত্রিসভার বৈঠক হচ্ছে। এর আগে প্রয়াগরাজ (ইলাহাবাদ) এবং বারাণসীতে মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন মোদী।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছিল। অযোধ্যার মূল বিতর্কিত ২.৭৭ একর জমি রামলালাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ২.৭৭ একরের বিতর্কিত জমি ঘিরে কেন্দ্রের অধিগৃহীত ৬৭ একর জমিও পেয়েছিল হিন্দু পক্ষ। মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুসলিম পক্ষকে। সেই রায় মেনেই নির্মিত হয়েছে রামমন্দির।