অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া এক মহিলার দেহ দেখতে পান দমকলকর্মীরা। প্রতীকী ছবি।
মহারাষ্ট্রের নবি মুম্বইয়ে একটি ভস্মীভূত কারখানার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল এক মহিলার দগ্ধ দেহ। শনিবার আগুন লেগে ওই কারখানাটি পুরোপুরি ভেঙে পড়ে। ঘটনাস্থলের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে গিয়ে ধ্বংসস্তূপের থেকে এক মহিলার দেহ পাওয়া যায় বলে সোমবার জানিয়েছেন দমকল কর্তৃপক্ষ। ঠাণে জেলার নবি মুম্বইয়ের ওই অগ্নিকাণ্ডে এক দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন বলে দমকল সূত্রে খবর।
নবি মুম্বই পুরনিগমের দমকল বিভাগের ডিভিশনাল অফিসার পুরুষোত্তম যাদব জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ৩টে নাগাদ আইরোলি এলাকায় একটি কাগজের রোল তৈরির কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। আইরোলি ছাড়াও কোপরখেরনে, বসই, রাবালের দমকলকর্মীরাও পৌঁছন। তবে আগুন নেভাতে সক্ষম হলেও ওই অগ্নিকাণ্ডে কারখানাটি পুরোপুরি ধুলিসাৎ হয়ে গিয়েছে। পরে সেখানে গিয়ে ধ্বংসস্তূপ খতিয়ে দেখা শুরু করেন দমকলকর্মীরা। সে সময়ই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া এক মহিলার দেহ দেখতে পান তাঁরা।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ঊর্মিলা নায়েক (৪০)। আইরোলি এলাকার বাসিন্দা ঊর্মিলা ওই কারখানায় রাঁধুনির কাজ করতেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অগ্নিকাণ্ডের সময় কারখানার ভিতরে কোনও ভাবে আটকে পড়েছিলেন ঊর্মিলা। সেখানেই মৃত্যু হয় তাঁর। ঊর্মিলার দেহের ময়নাতদন্তের জন্য সেটি স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে রাবালে থানার পুলিশ। কী কারণে কারখানায় আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।